নয়াদিল্লি: বিরোধী দলগুলির বয়কটের মধ্যেই রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিনই ঐতিহাসিক রাজদণ্ড সেঙ্গোল বসানো হবে নতুন সংসদে।
নতুন সংসদ ভবন প্রস্তুত। আড়াই বছরে সম্পূর্ণ হওয়া এই ভবনটি হাই-টেক এবং ভারতীয় শিল্প ও সংস্কৃতিতে সজ্জিত। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবার সকালে দ্বারোদ্ঘাটন হবে গণতন্ত্রের নয়া পীঠস্থান, নতুন সংসদ ভবনের।
উত্তর প্রদেশের মির্জাপুরের কার্পেট, ত্রিপুরার বাঁশের মেঝে এবং রাজস্থানের পাথরে খোদাই করা নতুন সংসদ ভবন ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে প্রতিফলিত করে। ঐতিহাসিক ঘটনাটি চিহ্নিত করতে সরকার একটি ৭৫ টাকার স্মারক মুদ্রা জারির ঘোষণা করেছে। ত্রিভুজাকার আকৃতির চার তলা বিল্ডিংটির বিল্ট-আপ এলাকা ৬৪,৫০০ বর্গ মিটার। এর তিনটি প্রধান ফটক রয়েছে – জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্মদ্বার। ভিআইপি, সাংসদ এবং দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশদ্বার রয়েছে।
আরও পড়ুন: এ বার আসছে ৭৫ টাকার কয়েন! কী রকম দেখতে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। নতুন ভবন উদ্বোধনে সংসদের উভয় কক্ষের সদস্যদের পাশাপাশি দেশের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও কংগ্রেস-সহ আরও কয়েকটি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে।
নতুন সংসদ ভবনটি পুরনোটির চেয়ে অনেক বড়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের একটি নতুন নামও দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মতে, পুরনো ভবনে সংসদ সদস্যদের বসার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় দীর্ঘদিন ধরেই নতুন সংসদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল।
আরও পড়ুন: দেশের নতুন সংসদ ভবনের ভিতরটা কেমন দেখতে?
এই পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নয় সংসদ ভবন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার দীপেন্দ্র পাঠক বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আগামীকাল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আইনশৃঙ্খলা ঠিক রাখা। তাই আগামীকালের অনুষ্ঠানের সময় নতুন সংসদ ভবন চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে বলে আমরা নিশ্চিত করছি।”
আরও পড়ুন: পথ দেখালেন মমতা, নীতি আয়োগ বৈঠক বয়কট ১০ অবিজেপি মুখ্যমন্ত্রীর