Home খবর দেশ পটনার গান্ধী ময়দান থেকে প্রশান্ত কিশোরকে গ্রেফতার, বিপিএসসি অনিয়ম নিয়ে উত্তাল বিহার

পটনার গান্ধী ময়দান থেকে প্রশান্ত কিশোরকে গ্রেফতার, বিপিএসসি অনিয়ম নিয়ে উত্তাল বিহার

পটনার গান্ধী ময়দানে অনশনরত জন সুরাজ দলের প্রধান প্রশান্ত কিশোরকে সোমবার সকালে গ্রেফতার করল পুলিশ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভোরে তাঁকে অনশনস্থল থেকে সরিয়ে প্রথমে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। পটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ জানিয়েছেন, প্রশান্ত কিশোর ও তাঁর সমর্থকদের আদালতে হাজির করানো হবে।

সমর্থকদের ক্ষোভ

সমর্থকদের দাবি, প্রশান্ত কিশোরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানানো হয়নি। তাঁরা অভিযোগ করছেন, পুলিশের পক্ষ থেকে কোনও তথ্য গোপন করা হচ্ছে। অনশনস্থল থেকে তাঁকে জোর করে একটি অ্যাম্বুল্যান্সে তোলা হয়। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় পিকে ও তাঁর সমর্থকদের। এমনকি, পুলিশের এক আধিকারিক পিকেকে চড় মেরেছেন বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিপিএসসি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে অনশন

বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) ৭০তম পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত ২ জানুয়ারি থেকে ‘আমরণ’ অনশনে বসেছিলেন প্রশান্ত কিশোর। তাঁর দাবি, পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এই দাবিতে চাকরিপ্রার্থীদের একাংশ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

পিকের অভিযোগ ও রাজনৈতিক প্রেক্ষাপট

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বারবার আক্রমণ করে প্রশান্ত কিশোর অভিযোগ করেছেন, বিহারে দীর্ঘ দিন ধরে চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে। মুখ্যমন্ত্রী এই ইস্যুতে কোনও পদক্ষেপ নিচ্ছেন না। চাকরিপ্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন রাজ্যের অনেক শিক্ষাবিদ এবং বিরোধী নেতারা।

পুলিশি লাঠিচার্জ এবং মামলা

২৯ ডিসেম্বর রাতে গান্ধী ময়দানে চাকরিপ্রার্থীদের জমায়েতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশের দাবি, সেই সময় প্রশান্ত কিশোর বিক্ষোভকারীদের উস্কানি দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এর পর তিনি অনশনে বসেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version