Home শিক্ষা ও কেরিয়ার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ মধ্যশিক্ষা পর্ষদের, নাম নথিভুক্তির শেষ সুযোগ

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ মধ্যশিক্ষা পর্ষদের, নাম নথিভুক্তির শেষ সুযোগ

0

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এ বার বিশেষ উদ্যোগ মধ্যশিক্ষা পর্ষদের। তাদের জন্য স্পেশ্যাল উইন্ডো (Special window) খোলার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। শেষ মুহূর্তে পরীক্ষার্থীদের নাম নথিভুক্তকরণের জন্যই পোর্টাল চালু করা হচ্ছে।

পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বেশ কিছু স্কুলের পরীক্ষার্থীরা এখনও নাম নথিভুক্ত করেনি। তাদের জন্য আগামী ৬ জানুয়ারি সোমবার সকাল ১১টা থেকে ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত অনলাইনে স্পেশাল উইন্ডো খোলা থাকবে।

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০:৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২টোয়।

পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব পরীক্ষার্থীর নির্ধারিত সময়ের মধ্যে নাম নথিভুক্ত করতে সমস্যা হয়েছে, এই উইন্ডোর মাধ্যমে তারা লেট ফি (Late Fees) দিয়ে অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন। তবে এটাই শেষ সুযোগ। এর পর আর কোনও ভাবেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম নথিভুক্ত করা যাবে না।

১১ দফা নির্দেশিকা

এ দিকে, মাধ্যমিক পরীক্ষার জন্য শিক্ষক ও শিক্ষিকাদের উদ্দেশে ১১ দফা গাইডলাইন প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই নির্দেশিকায় বলা হয়েছে –

(১) পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের উপর নজরদারি রাখতে হবে। কোনও আপত্তিকর বিষয় চোখে পড়লে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

(২) শুধু পরীক্ষার হলে নয়, শৌচালয়-সহ সম্পূর্ণ পরীক্ষাকেন্দ্রেই নজরদারি চালাতে হবে।

(৩) নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে হবে।

(৪) পরীক্ষার পরে উত্তরপত্র সুরক্ষিত ভাবে প্যাকেটিং করে জমা দিতে হবে।

(৫) পরীক্ষার আগে ও পরে মধ্যশিক্ষা পর্ষদের ডাকা বৈঠকে যোগ দেওয়া বাধ্যতামূলক।

(৬) কোনও কেন্দ্রে সমস্যা দেখা দিলে সেখানকার শিক্ষক-শিক্ষিকাদেরও দায়িত্ব দেওয়া যেতে পারে।

এ ছাড়াও পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য নির্দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version