Homeখবরদেশবিহারে মদ নিষেধাজ্ঞা প্রত্যাহার বিতর্কের মধ্যেই রাজনৈতিক দল ঘোষণা করলেন প্রশান্ত কিশোর

বিহারে মদ নিষেধাজ্ঞা প্রত্যাহার বিতর্কের মধ্যেই রাজনৈতিক দল ঘোষণা করলেন প্রশান্ত কিশোর

প্রকাশিত

পটনা: বিহারের রাজনৈতিক মঞ্চে নতুন অধ্যায় সূচনা করলেন বিশিষ্ট নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর। দীর্ঘদিনের প্রতীক্ষার পর তিনি বুধবার নিজের ‘জন সুরাজ’ উদ্যোগকে একটি রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন। নতুন দলটি বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলের নেতৃত্ব দেবেন প্রাক্তন ভারতীয় বিদেশ পরিষেবা অফিসার মনোজ ভারতী। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যদি তারা ক্ষমতায় আসে, তবে বিহারে চালু থাকা মদ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং সেই রাজস্ব শিক্ষাখাতের উন্নয়নে ব্যবহৃত হবে।

প্রশান্ত কিশোর নিজের দল জন সুরাজের মাধ্যমে রাজনীতির ধারা বদলানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর মতে, বিহারের মানুষ বিগত ২৫-৩০ বছর ধরে শুধুমাত্র রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য ভোট দিয়ে আসছে। প্রশান্ত কিশোর বলেন, “এই বাধ্যবাধকতা বন্ধ হওয়া উচিত। বিকল্প থাকতে হবে। বংশ পরম্পরা ক্রমে আসা ব্যক্তিদের নিয়ে গঠিত নয়, উচিত যাঁরা বাস্তবিক পরিবর্তন আনতে চায়, তাঁদের সুযোগ দেওয়া।”

গত দুই বছরেরও বেশি সময় ধরে প্রশান্ত কিশোর বিহার জুড়ে যাত্রা করে আসছেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য। তাঁর মতে, এই যাত্রার মূল উদ্দেশ্য হল জনগণের সামনে এমন একটি নির্বাচনী এজেন্ডা উপস্থাপন করা যা রাজ্যের সার্বিক উন্নয়নের দিকে মনোযোগ দেবে। ভোটাররা শুধুমাত্র জাতি বা নির্বাচনী প্রলোভনের প্রেক্ষিতে ভোট দেবেন না। কিশোরের বিশ্বাস, ভোটের লক্ষ্য হওয়া উচিত বিহারের ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করা।

প্রশান্ত কিশোর জন সুরাজ শুরু করেছিলেন একটি ‘যাত্রা’ দিয়ে এবং এখন এই দলটিকে একটি রাজনৈতিক রূপ দেওয়া হল। তিনি বলেন, এটি তাঁর রাজনৈতিক যাত্রার শুধুমাত্র অর্ধেক পথ। বিহারের প্রতিটি গ্রামে যাওয়ার পরিকল্পনা নিয়ে কিশোর বলেন, তিনি গ্রামবাসীদের জীবনের মান উন্নত করতে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎকে উন্নত করার বিষয়ে সচেতন করবেন। তিনি লোকজনকে উৎসাহিত করতে চান যাতে তারা ভুল নেতাদের চাপের কাছে নতিস্বীকার না করে এবং বিহারের উন্নতির জন্য ভোট দেয়। তাঁর মতে, শিক্ষাক্ষেত্র, কৃষি এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ মাপকাঠিতে বিহারের উন্নতি ঘটাতে হবে।

এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেডে (জেডিইউ) কিছুদিন ছিলেন প্রশান্ত কিশোর। এর পরে তাঁর কংগ্রেসেও যোগ দেওয়ার আলোচনা হয়েছিল। তবে কংগ্রেসের প্রস্তাবিত ‘এমপাওয়ারড অ্যাকশন গ্রুপ’-এ যোগ না দিয়ে তিনি মন্তব্য করেছিলেন যে কংগ্রেসের কাছে দলীয় গঠনমূলক সমস্যা সমাধানে “সমষ্টিগত ইচ্ছাশক্তির অভাব” রয়েছে।

জানা গিয়েছে, জন সুরাজের পরবর্তী পর্যায়ে প্রশান্ত কিশোর বিহারের সমস্যাগুলোর জন্য একটি সমাধানের রূপরেখা তৈরি করবেন। তাঁর লক্ষ্য রাজ্যের উন্নয়নের পথে চলতে জনগণকে শিক্ষিত করা এবং বাস্তবসম্মত পরিবর্তন আনতে কাজ করা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।