Homeখবরদেশবিহারে মদ নিষেধাজ্ঞা প্রত্যাহার বিতর্কের মধ্যেই রাজনৈতিক দল ঘোষণা করলেন প্রশান্ত কিশোর

বিহারে মদ নিষেধাজ্ঞা প্রত্যাহার বিতর্কের মধ্যেই রাজনৈতিক দল ঘোষণা করলেন প্রশান্ত কিশোর

প্রকাশিত

পটনা: বিহারের রাজনৈতিক মঞ্চে নতুন অধ্যায় সূচনা করলেন বিশিষ্ট নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর। দীর্ঘদিনের প্রতীক্ষার পর তিনি বুধবার নিজের ‘জন সুরাজ’ উদ্যোগকে একটি রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন। নতুন দলটি বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলের নেতৃত্ব দেবেন প্রাক্তন ভারতীয় বিদেশ পরিষেবা অফিসার মনোজ ভারতী। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যদি তারা ক্ষমতায় আসে, তবে বিহারে চালু থাকা মদ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং সেই রাজস্ব শিক্ষাখাতের উন্নয়নে ব্যবহৃত হবে।

প্রশান্ত কিশোর নিজের দল জন সুরাজের মাধ্যমে রাজনীতির ধারা বদলানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর মতে, বিহারের মানুষ বিগত ২৫-৩০ বছর ধরে শুধুমাত্র রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য ভোট দিয়ে আসছে। প্রশান্ত কিশোর বলেন, “এই বাধ্যবাধকতা বন্ধ হওয়া উচিত। বিকল্প থাকতে হবে। বংশ পরম্পরা ক্রমে আসা ব্যক্তিদের নিয়ে গঠিত নয়, উচিত যাঁরা বাস্তবিক পরিবর্তন আনতে চায়, তাঁদের সুযোগ দেওয়া।”

গত দুই বছরেরও বেশি সময় ধরে প্রশান্ত কিশোর বিহার জুড়ে যাত্রা করে আসছেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য। তাঁর মতে, এই যাত্রার মূল উদ্দেশ্য হল জনগণের সামনে এমন একটি নির্বাচনী এজেন্ডা উপস্থাপন করা যা রাজ্যের সার্বিক উন্নয়নের দিকে মনোযোগ দেবে। ভোটাররা শুধুমাত্র জাতি বা নির্বাচনী প্রলোভনের প্রেক্ষিতে ভোট দেবেন না। কিশোরের বিশ্বাস, ভোটের লক্ষ্য হওয়া উচিত বিহারের ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করা।

প্রশান্ত কিশোর জন সুরাজ শুরু করেছিলেন একটি ‘যাত্রা’ দিয়ে এবং এখন এই দলটিকে একটি রাজনৈতিক রূপ দেওয়া হল। তিনি বলেন, এটি তাঁর রাজনৈতিক যাত্রার শুধুমাত্র অর্ধেক পথ। বিহারের প্রতিটি গ্রামে যাওয়ার পরিকল্পনা নিয়ে কিশোর বলেন, তিনি গ্রামবাসীদের জীবনের মান উন্নত করতে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎকে উন্নত করার বিষয়ে সচেতন করবেন। তিনি লোকজনকে উৎসাহিত করতে চান যাতে তারা ভুল নেতাদের চাপের কাছে নতিস্বীকার না করে এবং বিহারের উন্নতির জন্য ভোট দেয়। তাঁর মতে, শিক্ষাক্ষেত্র, কৃষি এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ মাপকাঠিতে বিহারের উন্নতি ঘটাতে হবে।

এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেডে (জেডিইউ) কিছুদিন ছিলেন প্রশান্ত কিশোর। এর পরে তাঁর কংগ্রেসেও যোগ দেওয়ার আলোচনা হয়েছিল। তবে কংগ্রেসের প্রস্তাবিত ‘এমপাওয়ারড অ্যাকশন গ্রুপ’-এ যোগ না দিয়ে তিনি মন্তব্য করেছিলেন যে কংগ্রেসের কাছে দলীয় গঠনমূলক সমস্যা সমাধানে “সমষ্টিগত ইচ্ছাশক্তির অভাব” রয়েছে।

জানা গিয়েছে, জন সুরাজের পরবর্তী পর্যায়ে প্রশান্ত কিশোর বিহারের সমস্যাগুলোর জন্য একটি সমাধানের রূপরেখা তৈরি করবেন। তাঁর লক্ষ্য রাজ্যের উন্নয়নের পথে চলতে জনগণকে শিক্ষিত করা এবং বাস্তবসম্মত পরিবর্তন আনতে কাজ করা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...