Home খবর দেশ নীতীশ কুমারের পদত্যাগের দাবি প্রশান্ত কিশোরের, মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন

নীতীশ কুমারের পদত্যাগের দাবি প্রশান্ত কিশোরের, মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন

'ভুল ছিল, আসন সংখ্যা নিয়ে আর ভবিষ্যদ্বাণী করব না', স্বীকার প্রশান্ত কিশোরের

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন রাজনৈতিক কর্মী এবং জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিতীশ কুমারের শাসন চালানোর ক্ষমতা কমে গিয়েছে এবং তাকে এখনই পদত্যাগ করা উচিত।

নীতীশের ক্ষমতায় থাকার যুক্তি নেই: প্রশান্ত কিশোর

রবিবার সমস্তিপুরে এক সাংবাদিক সম্মেলনে প্রশান্ত কিশোর বলেন, “নীতীশ কুমারের স্বাস্থ্য নিয়ে প্রথম মন্তব্য করেছিলেন তারই সহযোগী সুশীল কুমার মোদি। এরপর একাধিক মন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেছেন। আমি জানুয়ারি পর্যন্ত এ নিয়ে কিছু বলিনি।”

তিনি দাবি করেন, যদি কেউ তার বক্তব্যের প্রমাণ চান, তাহলে নিতীশ কুমারকে জিজ্ঞাসা করা উচিত যে তিনি তার মন্ত্রিসভার মন্ত্রীদের নাম বলতে পারেন কি না।

তিনি আরও বলেন, “নীতীশ কুমারের পদত্যাগ করা উচিত। কিন্তু বিজেপিরও সমান দোষ আছে। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কি জানেন না যে নিতীশ কুমার মানসিকভাবে অক্ষম?”

জাতীয় সঙ্গীত বিতর্কে নতুন সমালোচনা

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জাতীয় সঙ্গীত চলাকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রধান সচিবের সঙ্গে কথা বলছিলেন। এই ভিডিওটি শেয়ার করে রাজদ (RJD) নেতা তেজস্বী যাদব কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী, অন্তত জাতীয় সঙ্গীতকে অপমান করবেন না। প্রতিদিনই আপনি যুবক, ছাত্র, নারী ও প্রবীণদের অপমান করেন। এবার জাতীয় সঙ্গীত চলাকালীন ইঙ্গিত করা এবং কথা বলা চরম অসম্মানজনক।”

তেজস্বী যাদব আরও বলেন, “আপনি বিহারের মুখ্যমন্ত্রী। কিন্তু আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ নন। আপনার এই অবস্থায় মুখ্যমন্ত্রীর পদে থাকা বিহারের জন্য চিন্তার বিষয়।”

রাজদ প্রধান লালু প্রসাদ যাদবও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “জাতীয় সঙ্গীতের অসম্মান দেশ মেনে নেবে না। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিতীশ কুমারের নেই, এর প্রমাণ কি আরও দরকার?”

বিজেপি ও জেডিইউর প্রতিক্রিয়া

নীতীশ কুমারের স্বাস্থ্যের বিষয়ে সমালোচনার মধ্যেই তার পুত্র নিশান্ত কুমার এবং জনতা দল-ইউনাইটেড (JDU) নেতারা জোর গলায় বলেছেন, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ সুস্থ। নিশান্ত কুমার বলেন, “আমার বাবা ১০০% ফিট এবং আবারও রাজ্য পরিচালনার জন্য সম্পূর্ণ উপযুক্ত।”

এদিকে, রবিবার পাটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনের সামনে নীতীশ কুমারের বিরুদ্ধে একটি পোস্টার টাঙানো হয়। তাতে লেখা ছিল, “অগম্ভীর মুখ্যমন্ত্রী, জন জন মন অধিনায়ক জয় হে, নাহি কুরসি কুরসি কুরসি কুরসি জয় হে।”

বিহারে চলতি বছরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই পরিস্থিতিতে নীতীশ কুমারের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version