Homeখবরদেশপুরীর 'জগন্নাথ ধাম' নাম রক্ষায় কপিরাইটের পথে মন্দির কমিটি, দিঘা মন্দির ঘিরে...

পুরীর ‘জগন্নাথ ধাম’ নাম রক্ষায় কপিরাইটের পথে মন্দির কমিটি, দিঘা মন্দির ঘিরে ওড়িশা-বাংলা দ্বন্দ্বে নতুন মোড়

প্রকাশিত

পুরীর পবিত্র ঐতিহ্য রক্ষায় এবার কপিরাইটের পথে শ্রীজগন্নাথ মন্দির প্রশাসন। দিঘার নতুন জগন্নাথ মন্দিরকে ‘জগন্নাথ ধাম’ বলায় ওড়িশা ও পশ্চিমবঙ্গের মধ্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

সোমবার পুরীতে শ্রীজগন্নাথ মন্দির পরিচালন কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ‘শ্রীমন্দির’, ‘জগন্নাথ ধাম’, ‘মহাপ্রসাদ’, ‘শ্রীক্ষেত্র’, ‘পুরুষোত্তম ধাম’ ও ‘শ্রীমন্দিরের লোগো’– এই শব্দ ও প্রতীকগুলির উপর কপিরাইটের জন্য আবেদন করা হবে।

SJTA-র মুখ্য প্রশাসক অরবিন্দ পাধী জানান, “জগন্নাথ মন্দিরের পবিত্রতা ও পরিচিতি রক্ষার জন্যই এই আইনগত পদক্ষেপ। এসব শব্দের নির্বিচার ব্যবহার রুখতেই এই উদ্যোগ।”

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করে সেটিকে ‘জগন্নাথ ধাম’ বলে উল্লেখ করেন। এই নামকরণ ঘিরে ক্ষোভে ফেটে পড়েন ওড়িশার বহু জগন্নাথভক্ত, কারণ ধর্মগ্রন্থ ও আদিশঙ্করাচার্যের মতে, চার ধামের একটি হল পুরী। সেই ‘ধাম’ শব্দ দিঘার মতো স্থানের জন্য ব্যবহারে অনেকেই মনে করছেন, পুরীর আধ্যাত্মিক মাহাত্ম্য ক্ষুন্ন হচ্ছে।

এই ইস্যুতে সরব হয়েছেন পুরীর মহারাজা গজপতি দিব্যসিংহ দেবও। তিনি SJTA এবং রাজ্য সরকারকে তৎপর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “‘শ্রীক্ষেত্র’, ‘নীলাচল ধাম’, ‘শ্রীমন্দির’ বা ‘জগন্নাথ ধাম’ শব্দগুলি শুধুই পুরীর জন্য প্রযোজ্য। এই নাম অন্যত্র ব্যবহার বিশ্বাসীদের হৃদয়ে আঘাত হানে।”

দৈতাপতি নিযোগ-এর সম্পাদক রামকৃষ্ণ দাসমহাপাত্র দাবি করেছেন, দিঘার মন্দিরে ব্যবহৃত প্রতিমাগুলির কাঠ পুরীর নবকলেবর অনুষ্ঠানের অব্যবহৃত কাঠ থেকে নেওয়া হয়েছে। এটিও অনেকের মতে অবমাননাকর। ওড়িশার মুখ্যমন্ত্রীও একই দাবি করেছিলেন। কিন্তু সেই দাবি ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দাবির তীব্র সমালোচনা করেছেন।

রাজনৈতিক চাপানউতোরও কম নয়। বিজেপি নেতা সম্বিত পাত্র ও শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ ও নামকরণ করেছে।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে অনুরোধ করেছেন, দিঘার মন্দির থেকে ‘জগন্নাথ ধাম’ নামটি বাদ দেওয়া হোক। তবে বাংলার মুখ্যমন্ত্রী এই দাবিতে কর্ণপাত করেননি।

ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির টানাপোড়েনে পুরী বনাম দিঘা দ্বন্দ্ব এখন জাতীয় স্তরের বিতর্কে রূপ নিচ্ছে। এর মধ্যেই ‘শ্রীমন্দির’ ও ‘জগন্নাথ ধাম’–এর পবিত্রতা রক্ষায় পুরীর কপিরাইট পদক্ষেপ নতুন বিতর্ক তৈরি করবে?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

আরও পড়ুন

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।