Home খবর দেশ পুরীর রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, গুণ্ডিচা মন্দিরের কাছে পদদলিত হয়ে মৃত ৩, আহত...

পুরীর রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, গুণ্ডিচা মন্দিরের কাছে পদদলিত হয়ে মৃত ৩, আহত অন্তত ১০

Puri Ratha Yatra

পুরী: উৎসবের আনন্দ মুহূর্তে মিশে গেল শোকের ছায়ায়। ওড়িশার পুরীতে রথযাত্রা চলাকালীন ভয়াবহ পদদলনের ঘটনায় মৃত্যু হল অন্তত ৩ জনের। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মৃতদের মধ্যে রয়েছেন দুই মহিলা।

জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৪টা নাগাদ পুরীর শ্রী গুণ্ডিচা মন্দিরের কাছে ঘটনাটি ঘটে। শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার তিনটি রথ মন্দিরের কাছে এসে দাঁড়ানোর সময় ভক্তদের বিশাল ভিড় জমে। সেই সময়ই হঠাৎ করে ভিড়ের চাপে কয়েকজন পড়ে যান এবং মুহূর্তে শুরু হয় পদদলনের ঘটনা।

মৃতদের নাম প্রভাতী দাস, বাসন্তী সাহু এবং প্রেমকান্ত মহান্তি। তিনজনই ওড়িশার খুরদা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। রথযাত্রায় অংশ নিতে তাঁরা পুরীতে এসেছিলেন।

স্থানীয় সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের পুরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ ও প্রশাসনের ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গুণ্ডিচা মন্দিরের সামনে পর্যাপ্ত পুলিশ বাহিনী ছিল না।

পুরী জেলার কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর স্বাইন জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘‘প্রাথমিকভাবে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা ছিল। কিন্তু আচমকা ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সঠিক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।’’

এই দুর্ঘটনার পরে রথযাত্রা ঘিরে নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন: নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনে লুটপাটের অভিযোগ ইউটিউবার কানিকার, তদন্তে রেল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version