Home খবর দেশ জো বাইডেনের মতোই ‘মেমোরি লস’ প্রধানমন্ত্রী মোদীর, প্রকাশ্য সভায় দাবি করলেন...

জো বাইডেনের মতোই ‘মেমোরি লস’ প্রধানমন্ত্রী মোদীর, প্রকাশ্য সভায় দাবি করলেন রাহুল গান্ধী

0

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর না কি “মেমোরি লস” ঘটছে। মহারাষ্ট্রের অমরাবতীতে একটি সমাবেশে বক্তৃতা করার সময় এমনটাই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মোদীকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তুলনা করেন, যিনি জনসভায় প্রায়শই নিজের বক্তব্য ভুলে যেতেন।

রাহুল গান্ধী বলেন, “আমার বোন আমাকে বলছিল যে সে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য শুনেছিল। সে বলল, মোদীজি আজকাল যা বলছেন, তার বেশিরভাগই আমাদের কথা। সম্ভবত তিনি স্মৃতিভ্রমে ভুগছেন। আমেরিকার সেই প্রাক্তন প্রেসিডেন্টের মতো, যাঁকে পেছন থেকে মনে করিয়ে দিতে হতো কী বলতে হবে আর কী নয়।”

তিনি মোদীর উপর তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “মোদীজি বলছেন আমি সংরক্ষণের বিরোধী। অথচ আমি লোকসভায় বলেছিলাম যে সংরক্ষণের উপর ৫০ শতাংশের সীমা আমরা ভেঙে দেব। এরপরেও উনি আমাকে দোষারোপ করছেন। তাঁর স্মৃতিভ্রম হয়েছে। পরবর্তী সভায় উনি হয়তো বলবেন, আমি জাতি গণনার বিরোধী, যেটা আমি লোকসভায় দাঁড়িয়ে তাঁর সামনেই দাবি করেছিলাম।”

রাহুল গান্ধী আরও একটি আন্তর্জাতিক উদাহরণ টেনে আনেন, যেখানে একটি ন্যাটো সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার নেতা বলে উল্লেখ করেছিলেন। এই ঘটনার সঙ্গে তুলনা করে রাহুল বলেন, “তিনি (মোদী) ভুলে যান কে কী বলেছে, ঠিক সেই প্রেসিডেন্টের মতো।”

সবমিলিয়ে আন্তর্জাতিক রাজনীতিতেও কিছুটা আলোকপাত করেন রাহুল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্যের কারণে তিনি ডেমোক্র্যাটিক মনোনয়ন থেকে সরে দাঁড়ান। সেই ঘটনা এবং তাঁর উত্তরসূরি কমলা হ্যারিসের সাহসী প্রচার প্রসঙ্গও উল্লেখ করেন রাহুল। পাশাপাশি, ভারত-আমেরিকা সম্পর্কের গভীরতর উন্নতির আশায় হ্যারিস ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠানোর কথাও জানান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version