নয়াদিল্লি: লন্ডনে নিজের ‘বিতর্কিত’ বক্তৃতা নিয়ে নীরবতা ভাঙলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংসদের ভিতরে এবং বাইরে বিজেপি নেতারা রাহুল গান্ধীর কাছে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করছেন। বৃহস্পতিবার এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো সংসদে হট্টগোল চলছে এই ইস্যুতে। উল্টো দিকে, এই প্রথম বার এ বিষয়ে মন্তব্য করলেন রাহুল গান্ধী।
এ দিন বিকেলে সংসদ ভবনে পৌঁছোন রাহুল গান্ধী। সংসদ ভবনে পৌঁছলে সেখানে উপস্থিত সাংবাদিকরা রাহুল গান্ধীকে প্রশ্ন করেন তিনি কি ক্ষমা চাইবেন? জবাবে তিনি বলেন, “লন্ডনে আমি কোনো ভারতবিরোধী বক্তৃতা করিনি”। ‘তিনি বিদেশের মাটিতে দেশকে অপমান করেছেন’, বিজেপির এমন অভিযোগের জবাব দেবেন কি না জানতে চাইলে কংগ্রেস সাংসদ বলেন, “তারা আমাকে অনুমতি দিলে আমি হাউসের ভিতরে কথা বলব”।
বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন যুক্তরাজ্যে নিজের বক্তৃতার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুল গান্ধীর। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের সামনে বলেন, “যে ব্যক্তি এই দেশে সবচেয়ে বেশি কথা বলেন এবং দিনরাত সরকারকে নিশানা করেন, সেই তিনি বিদেশে গিয়ে বলেন যে, ভারতে তাঁর কথা বলার স্বাধীনতা নেই।”
তিনি আরও বলেছেন, “রাহুল গান্ধী কংগ্রেসকে ডুবিয়ে দিতে পারেন, আমরা তাতে পাত্তা দিই না। কিন্তু তিনি যদি জাতির ক্ষতি বা অপমান করার চেষ্টা করেন, তা হলে নাগরিক হিসেবে আমরা চুপ থাকতে পারি না। দেশ কংগ্রেস নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে, তার মানে এই নয় যে তিনি বিদেশে গিয়ে দেশকে কলঙ্কিত করতে পারেন”।
আরও পড়ুন: ৭৯ বছর বয়সে পিএইচডি! ‘বয়স কোনো বাধা নয়’ প্রমাণ করলেন অধ্যাপক