Home খবর দেশ বিজেপিকে মদত দিচ্ছে রাহুল, কটাক্ষ অভিষেকের

বিজেপিকে মদত দিচ্ছে রাহুল, কটাক্ষ অভিষেকের

0

মেঘালয়: নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে মেঘালয়ের রাজনৈতিক উত্তাপ। বুধবার এক দিকে যখন তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল চাঙ্গা করতে সে রাজ্যে পৌঁছে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই কংগ্রেসের হয়ে সভা করলেন রাহুল গান্ধী। এ দিনের সভা থেকে কংগ্রেসকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে পালটা তৃণমূলকেই বিঁধলেন রাহুল গান্ধী।

আর এ বার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপিকে সাহায্য করছেন রাহুল গান্ধী। পালটা তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ তুলে অভিষেকের মন্তব্যের কটাক্ষ করেন অধীর চৌধুরী।

এ দিন নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, “বিজেপিকে রুখতে অসমর্থ কংগ্রেস। তাদের অপ্রাসঙ্গিকতা, অযোগ্যতা ও নিরাপত্তাহীনতা থেকে তাঁরা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আমাদের আক্রমণ করার বদলে আমি তাঁদের নিজেদের অহংকারের রাজনীতি পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।”

আরও একটি টুইট করে অভিষেক লেখেন, ‘বাংলায় নির্বাচনে কংগ্রেস যখন ৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তখন বিজেপিকে সাহায্য করার বিষয়ে এটা কি তাঁদের চিন্তাভাবনা ছিল? তৃণমূলের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্য বেশ জোরালো। বিশেষত এমন একটা দল এই মন্তব্য করছে যারা ভারতে গত ৪৫টি নির্বাচনের মধ্যে ৪০টিতেই হেরে গিয়েছে।”

উল্লেখ্য, এ দিনের জনসভা থেকে রাহুল গান্ধী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “বিগত নির্বাচনের আগে সেখানে এসে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে তৃণমূল। তাঁরা বিজেপিকে সমর্থন করার জন্যই করেছিল এ হেন কাজ। আর মেঘালয়তেও সেই একই কাজ করছে তৃণমূল।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version