Homeখবরদেশপ্ল্যাটফর্ম টিকিট বাতিল! দুর্ঘটনার পর কড়া নিরাপত্তা ব্যবস্থা নিউ দিল্লি স্টেশনে, এক...

প্ল্যাটফর্ম টিকিট বাতিল! দুর্ঘটনার পর কড়া নিরাপত্তা ব্যবস্থা নিউ দিল্লি স্টেশনে, এক গুচ্ছ নতুন নিয়ম কার্যকর

প্রকাশিত

গত শনিবার রাতে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় ১৮ জনের মৃত্যু হওয়ায় নিউ দিল্লি রেলস্টেশন কর্তৃপক্ষ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধ করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ফুট ওভারব্রিজে অযথা দাঁড়িয়ে থাকার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তারক্ষীরা এই নিয়ম কার্যকর করতে সক্রিয় রয়েছে এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের বিষয়টি নিশ্চিত করছে। প্রয়াগরাজগামী ট্রেনগুলিতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় ঠেকাতে বিশেষ দল তৈরি করা হয়েছে।

নিউ দিল্লি রেলস্টেশনে পাঁচটি বড় পরিবর্তন

১. প্ল্যাটফর্ম টিকিট বাতিল: প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রণের জন্য আপাতত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

২. কঠোর প্রবেশ বিধি: শুধুমাত্র ভ্যালিড টিকিটধারী যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, যা কঠোরভাবে পরীক্ষা করা হবে।

৩. ট্রেন আসার আগে লাইন বাধ্যতামূলক: যাত্রীদের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়।

৪. স্টেশনের বাইরে নতুন অপেক্ষার জায়গা: ছটপূজার সময়ের মতো স্টেশনের বাইরে যাত্রীদের জন্য নতুন অপেক্ষার স্থান তৈরি করা হবে।

৫. ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মে এসকেলেটর বন্ধ: অতিরিক্ত ভিড় ও দুর্ঘটনা এড়াতে এসকেলেটর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা

রবিবারও স্টেশনে ভিড় ছিল প্রচণ্ড। পরিস্থিতি সামলাতে দিল্লি পুলিশ, রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং সরকারি রেল পুলিশ (GRP) অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ফুট ওভারব্রিজে অযথা দাঁড়িয়ে থাকা এখন কঠোরভাবে নিষিদ্ধ এবং যাত্রীদের গন্তব্য অনুযায়ী দ্রুত গতি নিশ্চিত করা হচ্ছে। ঘোষণার মাধ্যমে যাত্রীদের সচেতন করা হচ্ছে এবং আতঙ্কজনক পরিস্থিতি এড়ানোর চেষ্টা চলছে।

নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টকাণ্ড

১৫ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে, যখন ট্রেন ঘোষণায় বিভ্রান্ত হয়ে অসংখ্য যাত্রী হঠাৎ করে ১৬ নম্বর প্ল্যাটফর্মের দিকে ছোটে। সংকীর্ণ সিঁড়ির কারণে উপরে উঠতে থাকা ও নিচে নামতে থাকা যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভয় ও আতঙ্কে অনেকে পড়ে যান, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রবিবারও স্টেশনের পরিস্থিতি একইরকম বিশৃঙ্খল ছিল, হাজার হাজার যাত্রী প্ল্যাটফর্ম ও ফুট ওভারব্রিজে জায়গা করে নিতে হুড়োহুড়ি করছিলেন। পরিস্থিতি মোকাবিলায় নতুন নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।