Homeখবরদেশপ্ল্যাটফর্ম টিকিট বাতিল! দুর্ঘটনার পর কড়া নিরাপত্তা ব্যবস্থা নিউ দিল্লি স্টেশনে, এক...

প্ল্যাটফর্ম টিকিট বাতিল! দুর্ঘটনার পর কড়া নিরাপত্তা ব্যবস্থা নিউ দিল্লি স্টেশনে, এক গুচ্ছ নতুন নিয়ম কার্যকর

প্রকাশিত

গত শনিবার রাতে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় ১৮ জনের মৃত্যু হওয়ায় নিউ দিল্লি রেলস্টেশন কর্তৃপক্ষ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধ করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ফুট ওভারব্রিজে অযথা দাঁড়িয়ে থাকার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তারক্ষীরা এই নিয়ম কার্যকর করতে সক্রিয় রয়েছে এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের বিষয়টি নিশ্চিত করছে। প্রয়াগরাজগামী ট্রেনগুলিতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় ঠেকাতে বিশেষ দল তৈরি করা হয়েছে।

নিউ দিল্লি রেলস্টেশনে পাঁচটি বড় পরিবর্তন

১. প্ল্যাটফর্ম টিকিট বাতিল: প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রণের জন্য আপাতত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

২. কঠোর প্রবেশ বিধি: শুধুমাত্র ভ্যালিড টিকিটধারী যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, যা কঠোরভাবে পরীক্ষা করা হবে।

৩. ট্রেন আসার আগে লাইন বাধ্যতামূলক: যাত্রীদের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়।

৪. স্টেশনের বাইরে নতুন অপেক্ষার জায়গা: ছটপূজার সময়ের মতো স্টেশনের বাইরে যাত্রীদের জন্য নতুন অপেক্ষার স্থান তৈরি করা হবে।

৫. ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মে এসকেলেটর বন্ধ: অতিরিক্ত ভিড় ও দুর্ঘটনা এড়াতে এসকেলেটর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা

রবিবারও স্টেশনে ভিড় ছিল প্রচণ্ড। পরিস্থিতি সামলাতে দিল্লি পুলিশ, রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং সরকারি রেল পুলিশ (GRP) অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ফুট ওভারব্রিজে অযথা দাঁড়িয়ে থাকা এখন কঠোরভাবে নিষিদ্ধ এবং যাত্রীদের গন্তব্য অনুযায়ী দ্রুত গতি নিশ্চিত করা হচ্ছে। ঘোষণার মাধ্যমে যাত্রীদের সচেতন করা হচ্ছে এবং আতঙ্কজনক পরিস্থিতি এড়ানোর চেষ্টা চলছে।

নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টকাণ্ড

১৫ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে, যখন ট্রেন ঘোষণায় বিভ্রান্ত হয়ে অসংখ্য যাত্রী হঠাৎ করে ১৬ নম্বর প্ল্যাটফর্মের দিকে ছোটে। সংকীর্ণ সিঁড়ির কারণে উপরে উঠতে থাকা ও নিচে নামতে থাকা যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভয় ও আতঙ্কে অনেকে পড়ে যান, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রবিবারও স্টেশনের পরিস্থিতি একইরকম বিশৃঙ্খল ছিল, হাজার হাজার যাত্রী প্ল্যাটফর্ম ও ফুট ওভারব্রিজে জায়গা করে নিতে হুড়োহুড়ি করছিলেন। পরিস্থিতি মোকাবিলায় নতুন নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।