Homeখবরদেশলোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

প্রকাশিত

লোকাল ট্রেনের বগির সংখ্যা আরও বাড়াতে চলেছে ভারতীয় রেল। বর্তমানে চলাচলকারী ১২ কোচের ট্রেনেও ভিড় সামলানো যাচ্ছে না, তাই এবার দেশের সর্বত্র চালু হতে চলেছে ১৬ এবং ২০ বগির মেইন লাইন ইএমইউ ও মেমু ট্রেন। এমনই ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার হরিয়ানার মানেসরে ‘গতিশক্তি কার্গো টার্মিনাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এই নতুন ধরনের বড় ট্রেন উৎপাদনের কাজ শীঘ্রই শুরু হবে।

রেলমন্ত্রী জানিয়েছেন, মোট ১০০টি ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন তৈরি করা হবে। এগুলি তৈরি হবে তেলেঙ্গানার কাজিপেটের নতুন রেল ফ্যাক্টরিতে। এর মাধ্যমে শুধু মুম্বই নয়, কলকাতা, দিল্লি-সহ গোটা দেশেই ভিড়ের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

তাঁর কথায়, “দীর্ঘদিন ধরেই উপনগর ট্রেনে যাত্রীদের চরম ভোগান্তি চলেছে। কামরার সংখ্যা বাড়িয়ে সেই চাপ কিছুটা কমানো সম্ভব।” প্রসঙ্গত, মুম্বইতে সদ্য ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় একাধিক যাত্রী প্রাণ হারানোর পর এই পদক্ষেপের তাৎপর্য আরও বেড়েছে।

আরও পড়ুন: সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

তবে কবে থেকে এই পরিষেবা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একদিকে যেমন বড় ট্রেন চলবে, অন্যদিকে বাড়তি ট্রেন চালানোর জন্য পরিকাঠামো ও খরচ—দুটিই বাড়বে। সেই কারণে অনেকেই প্রশ্ন তুলছেন, ঘন ঘন পরিষেবা বজায় থাকবে তো?

শিয়ালদহ স্টেশনে অফিসফেরত যাত্রী অচিন্ত্য মণ্ডল বললেন, “১২ কোচের ট্রেনেও ভয়ংকর ঠেলাঠেলি হয়। যদি সত্যিই ১৬ বা ২০ কোচের ট্রেন আসে, তাহলে অনেকটা স্বস্তি পাব আমরা।” তবে দমদম ক্যান্টনমেন্টের নিবেদিতা দাসের আশঙ্কা, “এই ট্রেন চালাতে খরচও তো অনেক! ঘন ঘন ট্রেন চালানো সম্ভব তো?”

লোকালের চাপ কমাতে রেলের এই বড় পদক্ষেপে আশার আলো দেখছেন অনেকেই, যদিও পরিষেবা ও বাস্তবায়ন নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। এদিনই রেলমন্ত্রী আরও জানিয়েছেন, দেশের জন্য আরও ৫০টি ‘নমো ভারত’ এসি প্যাসেঞ্জার ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।