Home খবর দেশ ভোট কেন্দ্রে কর্তব্যরত সরকারি আধিকারিককে কষিয়ে থাপ্পড়, উপনির্বাচনে তুলকালাম কাণ্ড রাজস্থানে

ভোট কেন্দ্রে কর্তব্যরত সরকারি আধিকারিককে কষিয়ে থাপ্পড়, উপনির্বাচনে তুলকালাম কাণ্ড রাজস্থানে

0

জয়পুর: রাজস্থানের দেওলি-উনিয়ারা আসনের উপনির্বাচনে তুলকালাম কাণ্ড! স্থানীয় সাম্রভাতা গ্রামের একটি ভোটকেন্দ্রে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলেন ভোটাররা। এক ভিডিওতে দেখা যায় নির্দল প্রার্থী নরেশ মীনা ভোট কেন্দ্রে দায়িত্বরত উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসডিএম) অমিত চৌধুরিকে থাপ্পড় মারছেন। তবে, সেখানে উপস্থিত পুলিশকর্মীরা দ্রুত তাঁকে আটক করে। বলে রাখা ভালো, এই নির্দল প্রার্থী সম্প্রতি কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন।

কংগ্রেসের প্রাক্তন নেতা নরেশ মীনা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে যখন কাস্টর চাঁদ মীনাকে দেওলি-উনিয়ারা আসনের জন্য মনোনীত করা হয়, তখন মীনা নিজে ভারত আদিবাসী পার্টির সমর্থনে প্রার্থী হন, যা ভোট বিভাজনের শঙ্কা তৈরি করেছে।

এই ঘটনার পরে মীনা অভিযোগ করেন যে, “এই এসডিএম নিজের লোকজনকে কাজে লাগিয়ে ছাপ্পা ভোট দিচ্ছেন। এখন পুরো পুলিশ বাহিনী আমাদের ঘিরে ফেলেছে। আমি জনগণকে অনুরোধ করব ভোটের মাধ্যমে এর জবাব দিতে।”

দেওলি-উনিয়ারা আসনের উপনির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে কংগ্রেস নেতা হরিশ চন্দ্র মীনা লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর আসনটি বিধায়কশূন্য হওয়ায়। রাজস্থানে মোট সাতটি বিধানসভা আসনের উপনির্বাচন চলছে, যেখানে ১,৯১৪টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে মোট ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ফলাফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।

বর্তমানে ২০০ সদস্যবিশিষ্ট রাজস্থান বিধানসভায় বিজেপি ১১৪টি এবং কংগ্রেস ৬৫টি আসনে দখল করে রেখেছে, যা এই নির্বাচনের তাৎপর্য আরও বাড়িয়ে দিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version