Home খবর দেশ পশ্চিমবঙ্গ-সহ ৩ রাজ্যের ১০ রাজ্যসভা আসনে নির্বাচন, কোন দল কতটা এগিয়ে

পশ্চিমবঙ্গ-সহ ৩ রাজ্যের ১০ রাজ্যসভা আসনে নির্বাচন, কোন দল কতটা এগিয়ে

সংশ্লিষ্ট আসনগুলিতে বর্তমান সদস্যদের অবসর নেওয়ার কারণে তিনটি রাজ্যের ওই ১০টি রাজ্যসভার আসন খালি হয়ে যাবে।

0

গুজরাত, গোয়া এবং পশ্চিমবঙ্গের ১০টি রাজ্যসভার আসনের জন্য নির্বাচন আগামী ২৪ জুলাই। ১৩ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের নাম জানা যাবে, কারণ ওই দিনই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুলাই।

নির্বাচনী কমিশনের ঘোষণা অনুসারে, সংশ্লিষ্ট আসনগুলিতে বর্তমান সদস্যদের অবসর নেওয়ার কারণে তিনটি রাজ্যের ওই ১০টি রাজ্যসভার আসন খালি হয়ে যাবে।

যে ১০টি রাজ্যসভার আসনে নির্বাচন

গুজরাত থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আসনটির মেয়াদ শেষ হওয়ার কারণে নির্বাচন হতে চলেছে। গুজরাতের তিনজন বিজেপি সাংসদ জয়শঙ্কর, দীনেশচন্দ্র জেমালভাই আনাভাদিয়া এবং লোখান্ডওয়ালা জুগলসিংহ মাথুর্জির মেয়াদ শেষ হচ্ছে ১৮ আগস্ট।

গোয়ার একটি আসনে নির্বাচনে হবে, কারণ বিজেপি সাংসদ বিনয় ডি তেন্ডুলকরের মেয়াদ ২৮ জুলাই শেষ হচ্ছে। এ দিকে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, এবং সুখেন্দু শেখর রায়ের মেয়াদ শেষ হচ্ছে। পাশাপাশি কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের মেয়াদ শেষ হচ্ছে ১৮ আগস্ট।

রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট

বিজ্ঞপ্তি জারি: ৬ জুলাই

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ১৩ জুলাই

মনোনয়ন যাচাই: ১৪ জুলাই

মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ: ১৭ জুলাই

নির্বাচনের তারিখ: ২৪ জুলাই

ভোটদানের সময়: সকাল ৯টা থেকে বিকেল ৪টে

ভোটগণনা: ২৪ জুলাই, বিকেল ৫টা

নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার তারিখ: ২৬ জুলাই

পশ্চিমবঙ্গের ৬টি আসন

২০১৭ সালের নির্বাচনে বাংলার ছ’টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল। ছ’টি আসনের মধ্যে একটি জয়ের জন্য সরাসরি ৪২ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। ওয়াকিবহাল মহলের মতে, পরিষদীয় পাটিগণিতের নিয়মে পাঁচটিতে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় কার্যত নিশ্চিত।

পাশাপাশি, তৃণমূলের টিকিটে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ায় ওই আসনটিতেও উপনির্বাচন হচ্ছে। ওই আসনে জয়ের জন্য প্রয়োজন ৪৯ জন বিধায়কের সমর্থন। এই আসনটি ধরে রাখতে পারে তৃণমূল।

আরও পড়ুন: কপ্টার বিভ্রাটে পা-কোমরে চোট, অসহ্য যন্ত্রণা নিয়ে এসএসকেএম-এ মমতা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version