Home খবর দেশ মুম্বই হোর্ডিং বিপর্যয়: অবৈধ বিলবোর্ডের মালিক উদয়পুরে গ্রেফতার

মুম্বই হোর্ডিং বিপর্যয়: অবৈধ বিলবোর্ডের মালিক উদয়পুরে গ্রেফতার

0
অবৈধ বিলবোর্ডের মালিক ভবেশ ভিড়ে (কালো টি শার্ট পরা)। ছবি এএনআইয়ের 'এক্স' হ্যান্ডেল থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: মুম্বইয়ের অবৈধ বিলবোর্ডের মালিক ভবেশ ভিড়ে ধরা পড়লেন। তাঁরই কোম্পানি ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের বিশাল অবৈধ বিলবোর্ড ভেঙে পড়ে মুম্বইয়ের প্রাণ হারান ১৬ জন।

মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা বৃহস্পতিবার উদয়পুরে ভবেশ ভিড়েকে গ্রেফতার করে। তাঁকে মুম্বই নিয়ে আসা হচ্ছে। গত সোমবার প্রবল ঝড়ে ঘাটকোপারে ১২০ ফুট বাই ১২০ ফুট মাপের এক বিশাল বিলবোর্ড একটি পেট্রোল পাম্পের উপর ভেঙে পড়লে ১৬ জন প্রাণ হারান এবং প্রায় ৭৫ জন জখম হন।

ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেড নামে এক বিজ্ঞাপন এজেন্সি বেআইনি ভাবে ওই বিলবোর্ড লাগিয়েছিল। ভবেশ ভিড়ে ওই কোম্পানির ডিরেক্টর।

বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) কমিশনার ভূষণ গাগরানি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে। সব কিছু ভালো করে খুঁটিয়ে দেখা হয়েছে। উদ্ধারকারী দল নিশ্চিত করেছে, আর কেউ ধ্বংসস্তূপে আটকে নেই। এখন ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ চলছে।

গাগরানি জানান, “নিজেদের মধ্যে সব রকম সমন্বয় রেখে” বিএমসি, মুম্বই পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল), মুম্বই দমকল এবং মহানগর গ্যাস এই উদ্ধারকাজ চালায়।

গাগরানি জানিয়েছেন, শহর থেকে সমস্ত অবৈধ হোর্ডিং সরানোর জন্য “যুদ্ধকালীন তৎপরতায়” কাজ চলছে। তিনি বলেন, “হোর্ডিং-এর যে সুনির্দিষ্ট মাপ বলা আছে সেই মাপের বাইরে শহরে কোনো হোর্ডিং থাকবে না। কে হোর্ডিং-এর মালিক বা কোন জায়গায় ওই হোর্ডিং বসানো হয়েছে, তা বিবেচনা করার কোনো প্রশ্নই নেই।”

আরও পড়ুন

মুম্বইয়ে ভেঙে পড়া বিলবোর্ডের মালিক ধর্ষণে অভিযুক্ত, বিধানসভা ভোটেও লড়েছিলেন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version