দেশের সাধারণ মানুষ যাতে রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্যসামগ্রী পেতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তবে যাঁদের আয় নির্দিষ্ট সীমার উপরে, তাঁদের রেশন সুবিধা দেওয়া হবে না।
সারা দেশে সমস্ত রেশন কার্ডধারীদের জন্য e-KYC বাধ্যতামূলক করা হয়েছে। না করলে রেশন পাওয়া যাবে না। এই নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার।
নতুন রেশন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র যাঁদের খাদ্যসামগ্রী প্রয়োজন, তাঁরাই এই সুবিধা পাবেন। সরকারি নির্ধারিত আয়ের সীমার বাইরে যাঁরা, তাঁদের রেশন ব্যবস্থা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
রেশন কার্ডধারীদের আয় ছাড়াও তাঁদের সম্পত্তির তথ্য সংগ্রহ করছে কেন্দ্র। যাঁদের সম্পত্তি ও আয় নির্দিষ্ট সীমার উপরে, তাঁদের রেশন ব্যবস্থার বাইরে রাখা হচ্ছে।
যাঁদের নামে গাড়ি, বাইক বা স্কুটার রয়েছে, যাঁদের আয় বেশি বা উল্লেখযোগ্য সম্পত্তি রয়েছে, তাঁদের রেশন ব্যবস্থার বাইরে রাখা হচ্ছে।
রেশন কার্ডের e-KYC-এর শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর ২০২৪। এই সময়সীমার মধ্যে যাঁরা e-KYC করেননি, তাঁদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি এবং গ্রামাঞ্চলে ২ লক্ষ টাকার বেশি হলে রেশন পাওয়া যাবে না।
শহরে যাঁদের ফ্ল্যাট বা বাড়ির আয়তন ১০০ বর্গমিটারের বেশি এবং গ্রামে যাঁদের জমির আয়তন ১০০ বর্গমিটারের বেশি, তাঁরা রেশন পাবেন না।
শহরাঞ্চলে চার চাকার গাড়ির মালিকরা রেশন পাবেন না। গ্রামে যাঁদের নামে ট্রাক্টর বা অন্য চার চাকার যান রয়েছে, তাঁরাও রেশন পাবেন না।