Home খবর দেশ লিভিং সম্পর্কেও লাগবে রেজিস্ট্রি সার্টিফিকেট! শীর্ষ আদালতে মামলা দায়ের

লিভিং সম্পর্কেও লাগবে রেজিস্ট্রি সার্টিফিকেট! শীর্ষ আদালতে মামলা দায়ের

0

নয়া দিল্লি : লিভ ইন সম্পর্ককে কেন্দ্র করে প্রকাশ্যে আসছে নানান রকম অপরাধের ঘটনা। শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সব ক্ষেত্রে খুন না হলেও পুরুষ সঙ্গীদের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। আবার নারী সঙ্গীদের বিরুদ্ধেও অভিযোগ কম নেই। পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। লিভ ইন সম্পর্কে থাকতে হলেও করতে হবে রেজিস্ট্রি। মানতে হবে নিয়ম। এই দাবি তুলে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন মমতা রানী নামক এক আইনজীবী।

আইনজীবী মমতা রানীর দাবি, বর্তমান প্রজন্ম লিভ ইন সম্পর্কের দিকে বেশি করে ঝুঁকছে। কোনও নির্দেশিকা বা রেজিস্ট্রি না থাকার কারণেই ঘটছে হত্যা কিংবা ধর্ষণের মতো অপরাধ। আর এই ঘটনা কমাতে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও রেজিস্ট্রি বড় ভূমিকা নিতে পারে। এমনটাই মনে করছেন ওই আইনজীবী। শ্রদ্ধা হত্যাকাণ্ড থেকে শুরু করে আরও নানান ধরনের অপরাধমূলক ঘটনাকে তুলে ধরে যুক্তি সাজিয়েছেন ওই আইনজীবী।

এমনকি এই সম্পর্কে রেজিস্ট্রেশন বা নিবন্ধের ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে তাও উল্লেখ করেছেন আইনজীবী মমতা রানী। প্রেমিক প্রেমিকার পারিবারিক ইতিহাস, বৈবাহিক অবস্থা, আর্থিক ক্ষমতা প্রভৃতি তথ্য সংগ্রহ করতে হবে। সরকারের কাছে যুগলের তথ্যভাণ্ডার থাকতে হবে। তবেই সুরক্ষিত থাকবে তাঁদের জীবন। এমনটাই মতামত আবেদনকারীর।

আইনজীবীর দাবি, লিভ ইন সম্পর্কে থাকাকালীন যে কেবলমাত্র মহিলারাই অসুরক্ষিত এমনটাও কিন্তু নয়। অনেক সময় দেখা গিয়েছে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে পুরুষদেরকেও। পার্টনারের বিরুদ্ধে আনা হয়েছে ভুয়ো ধর্ষণের অভিযোগ। আর সে কারণে এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছেন আইনজীবী মমতা রানী।

আরও পড়ুন : রান্নার গ্যাসের দাম ফের বাড়ল, আপনাকে কত দিতে হবে

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version