Homeখবরদেশবিধানসভায় অরুণাচলে বিজেপির স্বস্তির জয়, সিকিমে জিতল শাসকদলই

বিধানসভায় অরুণাচলে বিজেপির স্বস্তির জয়, সিকিমে জিতল শাসকদলই

প্রকাশিত

হিমালয়লের রাজ্যে সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দলগুলি বিপুল জয় পেল। আজ রবিবার ভোট গণনার পর সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং ওরফে পিএস গোলের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা এসকেএম ও অরুণাচল প্রদেশের বিজেপি আরামদায়ক জয় পেয়েছে।

অরুণাচল প্রদেশে ৬০টির মধ্যে ১০টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ৫০টি আসনের জন্য ভোট গণনা করা হয়। বিজেপি ৪৬টি আসনেই জয়লাভ করে। বিজেপির সঙ্গী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি আসনে জয়লাভ করেছে। এর ফলে রাজ্য তৃতীয়বার ক্ষমতায় এল বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশে বিজেপির জয়কে স্বাগত জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, “ধন্যবাদ অরুণাচল প্রদেশ! এই চমৎকার রাজ্যের জনগণ উন্নয়নের রাজনীতিতে স্পষ্ট সমর্থন দিয়েছেন। আবারও আমাদের উপর আস্থা রাখার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের দল রাজ্যের উন্নতির জন্য আরও বেশি উদ্যম নিয়ে কাজ করে যাবে।” তিনি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করেছেন।

বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি কেন্দ্রের বিপুল সমর্থন নিয়ে ১০ বছরের উন্নয়নের ম্যান্ডেট। আপনারা সবাই জানেন অরুণাচল প্রদেশ হল উদীয়মান সূর্যের দেশ। বিজেপির জয় এখানে দেখাচ্ছে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন।”

অরুণাচল প্রদেশে কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে, এনসিপি তিনটি এবং পিপলস পার্টি অব অরুণাচল দুটি আসনে জয়ী হয়েছে। তিনটি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী পেমা খান্দু ও উপ-মুখ্যমন্ত্রী চোনা মেইন।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে, জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ সাতটি আসন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি, কংগ্রেস চারটি এবং পিপলস পার্টি অব অরুণাচল (পিপিএ) একটি আসনে জয়লাভ করেছিল। এছাড়া দুটি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছিল।

সিকিমে ২০১৯ সালের নির্বাচনে এসকেএম এসডিএফের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ১৭টি আসনে জয়ী হয়েছিল, যেখানে পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) ১৫টি আসনে জয়লাভ করেছিল। ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতিতে এসডিএফ বেশী ভোট পেলেও এসকেএম ক্ষমতায় আসে।

সিকিমের এবারের বিধানসভা নির্বাচনে ৭৯ শতাংশ এবং অরুণাচল প্রদেশে ৮২.৭ শতাংশ ভোটদানের হার রেকর্ড হয়েছে। সিকিমের একমাত্র লোকসভা আসন এবং অরুণাচল প্রদেশের দুটি আসনের ভোট গণনা ৪ জুন হবে।

অরুণাচলের জয় নিয়ে মন্ত্রী কিরণ রিজিজুর প্রতিক্রিয়া

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...