Homeখবরদেশতেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

প্রকাশিত

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল ধরিয়ে এ বারের বিধানসভা নির্বাচনে বড়োসড়ো সাফল্য অর্জন করেছে কংগ্রেস। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ নিয়ে নিশ্চিত কোনো খবর না মিললেও কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামীকাল (বুধবার) অথবা পরশু শপথ নেবেন রেবন্ত রেড্ডি।

সূত্রটি আরও জানিয়েছে, রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদ পেতে পারেন প্রবীণ কংগ্রেস নেতা উত্তমকুমার রেড্ডি এবং ভাট্টি বিক্রমকা। তবে, পাঁচ বছরের মেয়াদে নতুন করে মুখ্যমন্ত্রী পরিবর্তনের কোনো ফরমুলা থাকছে না বলেই জানা গিয়েছে।

ইতিমধ্যে কর্নাটক কংগ্রেস প্রধান ডিকে শিবকুমারের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে যান উত্তম রেড্ডি। শোনা যাচ্ছিল তিনিই হতে পারেন তেলঙ্গনার নতুন মুখ্যমন্ত্রী। যদিও রেবন্তকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে অথবা বিআরএসের তরফে কংগ্রেস বিধায়কদের সঙ্গে যোগাযোগ করার গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি উত্তম।

প্রসঙ্গত, রেবন্ত একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং মালকাজগিরির লোকসভা কেন্দ্রের সাংসদ। তেলঙ্গনার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ২০১৭ সালে তেলগু দেশম পার্টি (টিডিপি) থেকে তাঁর কংগ্রেসে যোগদান রাজ্যের রাজনৈতিক গতিশীলতায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে দিয়েছিল।

দুই বারের বিধায়ক এবং এখন তেলঙ্গনায কংগ্রেসের মুখ হিসেবে, রেবন্তের আক্রমণাত্মক প্রচার কৌশল এবং মুখ্যমন্ত্রী কেসিআর-এর সঙ্গে তাঁর সরাসরি সংঘর্ষ তাঁকে আমজনতার প্রিয় করে তুলেছে। সবমিলিয়ে তাঁকে একজন সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

১১৯ আসন বিশিষ্ট তেলঙ্গনা বিধানসভার ম্যাজিক ফিগার ৬০। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে মাত্র ১৯টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস। এরপর ব্যাপক সাংগঠনিক রদবদল করা হয় তেলঙ্গনা কংগ্রেসে। নতুন সভাপতি হিসেবে তেলঙ্গনা কংগ্রেসের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল রেভান্ত রেড্ডির হাতে। এ বারের নির্বাচনে ৬৪টি আসনে জয় তুলে নিয়েছে কংগ্রেস। যেখানে কেসিআরের বিআরএসের ঝুলিতে গিয়েছে ৩৯টি আসন।

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শনিবার থেকেই বৃষ্টি ফেরার ইঙ্গিত! আগামী সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

বৃষ্টির বিরতি সাময়িক! শনিবার থেকেই ফের বৃষ্টি, আর আগামী সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। জানুন বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।

সাবর্ণ সংগ্রহশালা পরিদর্শনে মাইক্রোসফ্‌ট ইউরোপের এমডি সস্ত্রীক এবং মরিসাসের কনসুলার জেনারেল  

খবর অনলাইন ডেস্ক: কলকাতার সঙ্গে জড়িয়ে কয়েক শতকের ইতিহাস। এই দীর্ঘ সময়ে শহরের রূপ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শেষ চারে, কী অঙ্কে জায়গা হতে পারে ভারতের?  

খবর অনলাইন ডেস্ক: মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে আর মাত্র ৬টি ম্যাচ বাকি। ইতিমধ্যেই সেমিফাইনালে...

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।