Homeখবরদেশবিহার নির্বাচনে সর্বোচ্চ ভোটশেয়ার পেয়েও বড় হার আরজেডি-র! মাত্র ২৫ আসন— কেন...

বিহার নির্বাচনে সর্বোচ্চ ভোটশেয়ার পেয়েও বড় হার আরজেডি-র! মাত্র ২৫ আসন— কেন হল এমন?

প্রকাশিত

বিহার বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ল মহাগঠবন্ধন। কংগ্রেসকে সঙ্গে নিয়ে ভোটে নেমে রীতিমতো হতাশাজনক ফল করেছে আরজেডি (আরজেডি)। মোট ১৪৩টি আসনে লড়াই করে দলটি জিতেছে মাত্র ২৫টি আসনে। কিন্তু অদ্ভুত ভাবে, আসনসংখ্যায় ব্যর্থ হলেও আরজেডি-ই পেয়েছে এই নির্বাচনের সর্বোচ্চ ভোটশেয়ার

শুক্রবার, ১৪ নভেম্বর ভোটগণনায় দেখা যায়— আরজেডি মোট ২৩% ভোট পেয়েছে, যা যেকোনও একক দলের মধ্যে সর্বোচ্চ। যদিও আগের নির্বাচনে তাদের ভোটশেয়ার ছিল ২৩.১১%— অর্থাৎ সামান্যই কমেছে। বিজেপি এ বার পেয়েছে ২০.০৭% ভোট, যা ২০২০-র ১৯.৪৬%-এর তুলনায় বৃদ্ধি।

তাহলে সর্বোচ্চ ভোটশেয়ার পেয়েও আরজেডি হারল কেন?

ভোটশেয়ার মানে হল কোনও দল মোট প্রদত্ত ভোটের কত শতাংশ পেয়েছে— যা জনপ্রিয়তার সূচক। কিন্তু ভোটশেয়ার বেশি হলেই যে বেশি আসন মিলবে, তা নয়।

আরজেডি-র ক্ষেত্রে হয়েছে ঠিক সেইটাই—

প্রথমত,আরজেডি অনেক ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় স্থানে থেকেও প্রচুর ভোট পেয়েছে। সেই সব ভোট তাদের মোট ভোটশেয়ার বাড়ালেও তাতে আসন পাওয়া যায়নি। এই ‘অপ্রয়োজনীয়’ বা ‘wasted votes’-এর ফলে ভোট বাড়লেও আসন বাড়েনি।

দ্বিতীয়ত, এ বার আরজেডি লড়েছে ১৪৩টি আসনে— যেখানে BJP এবং JDU লড়েছে মাত্র ১০১টি করে আসনে। অর্থাৎ বেশি আসনে লড়ার ফলে স্বাভাবিকভাবেই আরজেডি-র মোট ভোটসংখ্যা বেড়েছে।
ECI-এর তথ্য অনুযায়ী—

  • আরজেডি পেয়েছে ১,১৫,৪৬,০৫৫ ভোট
  • BJP পেয়েছে ১,০০,৮১,১৪৩ ভোট

তবে ভোটসংখ্যা বেশি হলেই সেটা আসনে রূপান্তরিত হবে— এমন নিশ্চয়তা নেই।

আরও পড়ুন: বিহার ভোটে NDA-র দুর্ধর্ষ জয়, শাসকের পুনরুত্থান–বিরোধীরা ছন্দহীন; কারা জিতল, কারা হারল

মহাগঠবন্ধনের বাকি দলের ফলও হতাশাজনক

আরজেডি-র জোটসঙ্গী কংগ্রেস লড়েছিল ৬১টি আসনে, জিতেছে মাত্র ৬টি
বাম দলগুলির অবস্থাও খারাপ—

  • CPI(ML)L পেয়েছে ২টি
  • CPI(M) পেয়েছে ১টি
  • CPI শূন্য

অর্থাৎ পুরো মহাগঠবন্ধন মিলিয়ে আসনসংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৩৫-এ— যা প্রত্যাশার তুলনায় অনেক কম।

অন্য দিকে NDA-র ভরাডুবি নয়, বরং রেকর্ড জয়

এ বার NDA পেয়েছে ২০২টি আসন— যার মধ্যে

  • BJP ৮৯
  • JDU ৮৫
  • LJP(RV) ১৯
  • HAM ৫
  • RLM ৪

BJP-র আসনসংখ্যা আবার জোটে সবচেয়ে বেশি।

মোদ্দা কথা

বিহার নির্বাচনে আরজেডি যদিও সর্বোচ্চ ২৩% ভোটশেয়ার পেয়েছে, তবুও আসন জয়ের ক্ষেত্রে তাদের ভরাডুবি হয়েছে। এর মূল কারণ— অনেক আসনে আরজেডি দ্বিতীয় বা তৃতীয় স্থানে থেকেও বিপুল ভোট পেয়েছে, যা তাদের মোট ভোটশেয়ার বাড়ালেও কোনও আসনে লাভ এনে দেয়নি। ফলে প্রচুর ভোট বরবাদ হয়েছে ‘ওয়েস্টেড ভোট’-এর মতো।

অন্য দিকে আরজেডি লড়েছে ১৪৩টি আসনে, যেখানে BJP ও JDU লড়েছে ১০১টি করে আসনে— ফলে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় আরজেডি স্বাভাবিকভাবেই বেশি ভোট পেয়েছে, কিন্তু তা কার্যকর আসনে রূপান্তরিত হয়নি। জোটসঙ্গী কংগ্রেস ও বাম দলগুলির খারাপ ফলও পুরো মহাগঠবন্ধনকে পিছিয়ে দিয়েছে। বিপরীতে NDA-র শক্ত সংগঠন, আসনভিত্তিক কৌশল এবং ভোটের কার্যকর রূপান্তর তাদের ২০২টি আসনের বিশাল জয় এনে দিয়েছে। অর্থাৎ জনপ্রিয়তা বা ভোটসংখ্যা বেশি হলেই জেতা যায় না— সঠিক কৌশল, উপযুক্ত আসনবণ্টন এবং ভোটকে আসনে রূপান্তরের ক্ষমতাই চূড়ান্ত ফল নির্ধারণ করে।

আরও পড়ুন: ব্যঙ্গেই ভবিষ্যদ্বাণী! যশবন্ত সিনহার ‘এক্স’ পোস্টের সঙ্গে পুরোপুরি মিলে গেল বিহার নির্বাচনের ফল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহারের ফল প্রকাশের পর মুখ খুলল জনসুরাজ, হারের কী ব্যাখ্যা দিল দল, রাজনীতি কি ছাড়বেন পিকে?

বিহার ভোটে একটিও আসন না পেয়ে হতাশ প্রশান্ত কিশোরের জনসুরাজ। NDA-র জয়ের পিছনে মহিলাদের অ্যাকাউন্টে নগদ হস্তান্তর বড় ভূমিকা নিয়েছে বলে দাবি দলটির সভাপতি উদয় সিংয়ের।

জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ: ৯ জন নিহত, ৩২ জন আহত

খবর অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন...

ভোরে এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন, গুদাম ছাড়িয়ে ছড়াল আবাসনে, ২৩টি ইঞ্জিনে আগুন নেভানোর চেষ্টা

কলকাতার এজ়রা স্ট্রিটে ভোরবেলা গুদামে ভয়াবহ আগুন। ২৩টি ইঞ্জিনে লড়াই দমকলের। আগুন ছড়িয়েছে আশপাশের বাড়িতেও। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

আরও পড়ুন

বিহারের ফল প্রকাশের পর মুখ খুলল জনসুরাজ, হারের কী ব্যাখ্যা দিল দল, রাজনীতি কি ছাড়বেন পিকে?

বিহার ভোটে একটিও আসন না পেয়ে হতাশ প্রশান্ত কিশোরের জনসুরাজ। NDA-র জয়ের পিছনে মহিলাদের অ্যাকাউন্টে নগদ হস্তান্তর বড় ভূমিকা নিয়েছে বলে দাবি দলটির সভাপতি উদয় সিংয়ের।

জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ: ৯ জন নিহত, ৩২ জন আহত

খবর অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন...

ব্যঙ্গেই ভবিষ্যদ্বাণী! যশবন্ত সিনহার ‘এক্স’ পোস্টের সঙ্গে পুরোপুরি মিলে গেল বিহার নির্বাচনের ফল

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার তিন দিন আগে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী...