Homeখবরদেশলক্ষ্য ১০ লক্ষ! 'রোজগার মেলা'য় ৭০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

লক্ষ্য ১০ লক্ষ! ‘রোজগার মেলা’য় ৭০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

প্রকাশিত

নয়াদিল্লি: গত বছরের অক্টোবরে রোজগার মেলা (Rozgar Mela)-র সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর লক্ষ্য দেশে ধাপে ধাপে ১০ লক্ষ কর্মসংস্থান। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী।

রোজগার মেলার সূচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, আগামী মাসগুলিতে সময় মতো কয়েক লক্ষ যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। সেই মতোই বেশ কয়েকটি পর্যায়ে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ চলছে। বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠানে এই নিয়োগ হয়েছে।

প্রধানমন্ত্রী এ দিন বলেন, “স্বাধীনতার অমৃত মহোৎসবে যখন দেশ উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে, তখন সরকারি চাকরিতে যোগ দেওয়া আপনার জন্য বড়ো সুযোগ। এটা আপনার পরিশ্রমের ফল”।

একই সঙ্গে তিনি বলেন, “যুবক-যুবতীরা নিয়োগপত্র পাচ্ছেন। এটা তাঁদের জন্য একটি স্মরণীয় দিন। কিন্তু একই সঙ্গে এটি দেশের জন্য একটি অত্যন্ত ঐতিহাসিক দিন। কারণ ১৯৪৭ সালের এই দিনে (২২ জুলাই) বর্তমান আকারের ত্রিবর্ণ পতাকাটি গণপরিষদে গৃহীত হয়েছিল”।

মোদী আরও বলেন, “মাত্র ৯ বছরে বিশ্বের দশমতম অর্থনীতি থেকে পঞ্চমতম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। আজ প্রত্যেক বিশেষজ্ঞ বলছেন যে কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের শীর্ষ তিন অর্থনীতিতে অন্তর্ভুক্ত হবে। এটা ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য। অর্থাৎ প্রতিটি খাতে কর্মসংস্থান বাড়বে এবং প্রতিটি মানুষের আয়ও বাড়বে”।

অর্থনীতিতে ব্যাঙ্কিং সেক্টরের ভূমিকা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আজ ভারত সেই দেশগুলির মধ্যে একটি যেখানে ব্যাঙ্কিং সেক্টরকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। কিন্তু ৯ বছর আগেও এমন ছিল না। ক্ষমতার স্বার্থপরতা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলে যে ধরনের অপচয় হয়, তার অনেক উদাহরণ এ দেশে রয়েছে”।

আরও পড়ুন: কোহলির সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩৫২ রানে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।