Home খবর দেশ নেতাজি বামপন্থী, বিজেপি-আরএসএসের মতাদর্শের সঙ্গে বিস্তর ফারাক, বললেন কন্যা অনিতা বসু পাফ

নেতাজি বামপন্থী, বিজেপি-আরএসএসের মতাদর্শের সঙ্গে বিস্তর ফারাক, বললেন কন্যা অনিতা বসু পাফ

0

নেতাজি-আরএসএস-এর মধ্যে মতাদর্শগত ব্যবধান বিস্তর। সংবাদ সংস্থা পিটিআইকে ফোনে এক সাক্ষাৎকারে জানালেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। তাঁর মতে নেতাজি ছিলেন বামপন্থী আর আরএসএস দক্ষিণপন্থী।

২৩ জানুয়ারি কলকাতায় নেতাজির জন্মদিন পালনের আয়োজন করছে আরএসএস। ওই দিন শহিদ মিনারে এক সভায় ভাষণ দেবেন সরসঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তাঁর আগে অনিতা বসু পাফের এই মন্তব্য অস্বস্তিতে ফেলল হিন্দুত্ববাদী সংগঠনটিকে। সুভাষ কন্যা সরাসরি জানিয়ে দিয়েছেন, নেতাজি সব সম্প্রদায়কে সম্মান জানানোতে বিশ্বাসী। কিন্তু আরএসএস বিজেপি কেউ তা বিশ্বাস করে না।

পিটিআইকে তিনি বলেন, ‘আরএসএস ও বিজেপির মধ্যে সব সম্প্রদায়কে সম্মান জানানোর ভাব দেখতে পাই না। যদি খুব সহজ ভাবে বলি তাহলে বলতে হয়, নেতাজি ছিলেন বামপন্থী। আর ওরা দক্ষিণপন্থী।’

তিনি আরও বলেন, ‘আরএসএসের মতাদর্শ সম্পর্কে যা শুনতে পাই, তা থেকে বলতে পারি যে, নেতাজির মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন মেরুর। এই দুই মতাদর্শ কখনওই এক সঙ্গে যায় না। বহু গোষ্ঠী নিজেদের মতো করে নেতাজির জন্মদিন পালন করতে চায়। তার বেশির ভাগের সঙ্গেই নেতাজির মতাদর্শগত মিল রয়েছে।’

এ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হয় নেতাজি কি আরএসএসের সমালোচক ছিলেন? এর জবাবে অনিতা বসু পাফ বলেন, ‘ এ নিয়ে নেতাজির কোনও কথা আমি বলতে পারব না। তিনি আরএসএস সদস্যদের নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেও থাকতে পারেন। আমি এটা জানি নেতাজির মতাদর্শ কী ছিল আরএসএস কী চায়। দুই মূল্যবোধ কখনও একসঙ্গে যায় না।’

অনিতাকে প্রশ্ন করা হয়, নেতাজির মতাদর্শের কাছাকাছি রয়েছে ভারতের কোন রাজনৈতিক দল? তিনি বলেন, ‘নেতাজির সঙ্গে কংগ্রেসের মতাদর্শের অনেক কিছু মেলে।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version