Homeখবরদেশআর জি কর কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে নারাজ আরএসএস

আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে নারাজ আরএসএস

প্রকাশিত

আর জি কর হাসপাতালের ঘটনায় উত্তাল গোটা দেশ। নারী সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে। তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির বিপক্ষে। সঙ্ঘের মতে, নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করলে গণতন্ত্রের উপর ভুল বার্তা পৌঁছাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়বে।

কেরলের পালাক্কাড়ে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে তিন দিনের এক সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি, নারী সুরক্ষা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়। সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরএসএসের জাতীয় মুখপাত্র সুনীল অম্বেকর জানান, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি করা হলে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত হবে। তবে আরএসএসের মতে, রাজ্য সরকারেরই দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং বিচার ব্যবস্থার মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করতে হবে।’’

সঙ্ঘ নেতাদের মতে, রাষ্ট্রপতি শাসন জারির চেয়ে বেশি প্রয়োজন ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে আর জি কর কাণ্ডের দোষীদের শাস্তি দেওয়া। তাদের মতে, এটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

এছাড়াও, আরএসএস ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সঙ্ঘের দাবি, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে এমন কিছু বিষয়বস্তু প্রচারিত হচ্ছে যা সমাজে ক্ষয় সৃষ্টি করছে। আরএসএস সরকারের কাছে আর্জি জানিয়েছে, এই ধরনের বিষয়বস্তু রোধে পদক্ষেপ নেওয়া হোক, যাতে সমাজের মধ্যে সামাজিক অবক্ষয় রুখতে পারে।

আর জি করের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আরএসএসের এই অবস্থান রাজ্য বিজেপির রাজনীতিতে স্বাভাবিক ভাবেই প্রভাব ফেলবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।