Homeখবরদেশআর জি কর কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে নারাজ আরএসএস

আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে নারাজ আরএসএস

প্রকাশিত

আর জি কর হাসপাতালের ঘটনায় উত্তাল গোটা দেশ। নারী সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে। তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির বিপক্ষে। সঙ্ঘের মতে, নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করলে গণতন্ত্রের উপর ভুল বার্তা পৌঁছাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়বে।

কেরলের পালাক্কাড়ে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে তিন দিনের এক সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি, নারী সুরক্ষা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়। সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরএসএসের জাতীয় মুখপাত্র সুনীল অম্বেকর জানান, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি করা হলে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত হবে। তবে আরএসএসের মতে, রাজ্য সরকারেরই দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং বিচার ব্যবস্থার মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করতে হবে।’’

সঙ্ঘ নেতাদের মতে, রাষ্ট্রপতি শাসন জারির চেয়ে বেশি প্রয়োজন ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে আর জি কর কাণ্ডের দোষীদের শাস্তি দেওয়া। তাদের মতে, এটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

এছাড়াও, আরএসএস ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সঙ্ঘের দাবি, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে এমন কিছু বিষয়বস্তু প্রচারিত হচ্ছে যা সমাজে ক্ষয় সৃষ্টি করছে। আরএসএস সরকারের কাছে আর্জি জানিয়েছে, এই ধরনের বিষয়বস্তু রোধে পদক্ষেপ নেওয়া হোক, যাতে সমাজের মধ্যে সামাজিক অবক্ষয় রুখতে পারে।

আর জি করের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আরএসএসের এই অবস্থান রাজ্য বিজেপির রাজনীতিতে স্বাভাবিক ভাবেই প্রভাব ফেলবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।