Homeখবরদেশসাইন ল্যাঙ্গুয়েজে অ্যাপ বানিয়ে অনেকের মুখে ভাষা জোগাচ্ছেন রূপমণি ছেত্রী

সাইন ল্যাঙ্গুয়েজে অ্যাপ বানিয়ে অনেকের মুখে ভাষা জোগাচ্ছেন রূপমণি ছেত্রী

প্রকাশিত

শৈশব থেকেই মূক ও বধির হওয়ায় একাকিত্বকে তীব্র ভাবে অনুভব করেছেন দার্জিলিংয়ের বাসিন্দা রূপমণি ছেত্রী। সেসময় দার্জিলিংয়ে কোনো মূক ও বধিরদের নির্দিষ্ট স্কুল ছিল না। সাইন ল্যাঙ্গুয়েজ শেখার প্রতিষ্ঠান ছিল না দার্জিলিংয়ে। তাই রূপমণিকে বাধ্য হয়ে স্পিচ থেরাপি করতে হয়। তাঁর মতো অন্য কাউকে যাতে অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য সাইনেবল কমিউনিকেশনস্‌ (Signable Communications) নামে বিশেষ মোবাইল অ্যাপ খুলেছেন রূপমণি।

রূপমণির নিজের কথায়, “মূক ও বধির হওয়ায় পরিবারে বৈষম্যের শিকার হই। কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলত না। স্কুলে শিক্ষকরা যা বলতেন শুনতে পেতাম না, তাই ভালো করে বুঝতে পারতাম না।”

রূপমণির বাবা নিরাপত্তারক্ষী। সামান্য যা আয় ছিল তাতেই মেয়েকে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করেন। সহপাঠীদের নোটস দেখে নিজে নিজেই পড়াশোনা করতেন রূপমণি। বয়স যখন ন’-দশ বছর তখন থেকেই নিজের পড়াশোনার খরচ জোগাতে কাজ করতে শুরু করেন রূপমণি। নবম শ্রেণির পরই দিল্লির বাসিন্দা তাঁরই মতো এক মূক ও বধির যুবকের সঙ্গে বিয়ে হয়ে যায় রূপমণি ছেত্রীর। দিল্লিতে চলে আসার পর সাহসের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলা করেন রূপমণি। তাঁর বিয়ে টেকেনি। পরিজনদের পাশে পাননি।

২০১১ সালে রূপমণির বিবাহবিচ্ছেদ হয়। এরপর নিজের পায়ে দাঁড়াতে ফের পড়াশোনা শুরু করেন তিনি। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করার পর সমাজবিদ্যা নিয়ে স্নাতক হন। দিল্লিতে থাকার সময় অন্য মূক ও বধির ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হয় রূপমণির। শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষমদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করা গীতা শর্মা ও জাভেদ আবিদির সঙ্গে দেখা হয় রূপমণির। বিশেষ ভাবে সক্ষমদের সঙ্গে কাজ করতে গিয়েই সাইন ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছে জাগে রূপমণির। তিনি নয়ডা ডেফ সোসাইটি ও দ্য ওয়ে ডেফ নামক সংস্থার সাহায্যে সাইন ল্যাঙ্গুয়েজ শেখেন।

ন্যাশনাল অ্যাসেসিয়েশন অফ দ্য ডেফ নামক সংস্থার সঙ্গে ছ’ বছর কাজ করতে গিয়েই তিনি ২০১৭ সালে রাষ্ট্রপুঞ্জের উন্নয়নমূলক প্রকল্পে কাজ করার সুযোগ পান। তিনি দেখেন ভিডিও রিলে সার্ভিসের মাধ্যমে বিশেষ ভাবে উপকৃত হন মূক ও বধিররা। সেই ভাবনা থেকেই বিশেষ অ্যাপ তৈরির কথা ভাবেন। এমন এক অ্যাপ যার সাহায্যে সবকিছুই খুব কম খরচে আঙুলের ডগায় থাকবে মূক ও বধির ব্যক্তিদের।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।