Homeখবরদেশমালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করল এনআইএ আদালত

মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করল এনআইএ আদালত

প্রকাশিত

১৭ বছর পর রায়: মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সাধ্বী প্রজ্ঞা ও ছ’অন্য অভিযুক্ত

২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করল মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় বিচারক একে লাহোটি বলেন, “এটা সমাজের পক্ষে অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। তবে কেবল নৈতিকতার যুক্তি ধরে আদালত কাউকে অপরাধী ঘোষণা করতে পারে না। অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ পেশ করা হয়েছে, তা সন্দেহাতীত নয়। তাই এই মামলায় তাঁদের দোষী সাব্যস্ত করা যায় না।”

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে মহারাষ্ট্রের মালেগাঁও শহরে এক ভয়াবহ বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয় এবং আহত হন শতাধিক মানুষ। ওই বিস্ফোরণের জন্য ব্যবহৃত বোমা রাখা ছিল একটি মোটরসাইকেলে, যেটি একটি কবরস্থান লাগোয়া মসজিদের কাছে রাখা ছিল। সেই মোটরসাইকেলটি সাধ্বী প্রজ্ঞার নামে রেজিস্টার্ড ছিল বলে জানায় তদন্তকারী সংস্থা।

প্রথমে এই ঘটনার তদন্ত করেছিল মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। তারা দাবি করেছিল, একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা এই হামলার পিছনে যুক্ত। গ্রেফতার করা হয় সাধ্বী প্রজ্ঞা এবং প্রাক্তন সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল প্রসাদশ্রীকান্ত পুরোহিতকে। পরে তাঁরা জামিনে মুক্ত হন এবং অভিযোগ অস্বীকার করেন।

২০১১ সালে এই মামলার তদন্তভার যায় জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) হাতে। তদন্তের অভিমুখ খানিক বদলে যায়, যদিও অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ এবং অস্ত্র আইনে মামলা জারি থাকে। ২০১৮ সালে সাত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে শুরু হয় বিচারপর্ব। বিচার চলাকালীন আদালত ৩২৩ জন সাক্ষীর জবানবন্দি খতিয়ে দেখে। চলতি বছরের এপ্রিল মাসে এনআইএ আদালতে কয়েকশো পাতার নথি ও প্রমাণ পেশ করে।

তবে চূড়ান্ত সিদ্ধান্তে বিশেষ এনআইএ আদালত জানায়, ইউএপিএ এই মামলায় প্রযোজ্য নয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ, সন্দেহাতীত প্রমাণ পাওয়া যায়নি। ফলে সকলকেই বেকসুর খালাস দেওয়া হল।

এই রায়ের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পক্ষ এবং বিরোধী, দুই শিবির থেকেই নানা প্রতিক্রিয়া উঠে আসছে।

আরও যে খবর পড়তে পারেন

ন্যূনতম ব্যালান্স না থাকায় আর জরিমানা নয়! বড় সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।