Homeখবরদেশমালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করল এনআইএ আদালত

মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করল এনআইএ আদালত

প্রকাশিত

১৭ বছর পর রায়: মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সাধ্বী প্রজ্ঞা ও ছ’অন্য অভিযুক্ত

২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করল মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় বিচারক একে লাহোটি বলেন, “এটা সমাজের পক্ষে অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। তবে কেবল নৈতিকতার যুক্তি ধরে আদালত কাউকে অপরাধী ঘোষণা করতে পারে না। অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ পেশ করা হয়েছে, তা সন্দেহাতীত নয়। তাই এই মামলায় তাঁদের দোষী সাব্যস্ত করা যায় না।”

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে মহারাষ্ট্রের মালেগাঁও শহরে এক ভয়াবহ বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয় এবং আহত হন শতাধিক মানুষ। ওই বিস্ফোরণের জন্য ব্যবহৃত বোমা রাখা ছিল একটি মোটরসাইকেলে, যেটি একটি কবরস্থান লাগোয়া মসজিদের কাছে রাখা ছিল। সেই মোটরসাইকেলটি সাধ্বী প্রজ্ঞার নামে রেজিস্টার্ড ছিল বলে জানায় তদন্তকারী সংস্থা।

প্রথমে এই ঘটনার তদন্ত করেছিল মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। তারা দাবি করেছিল, একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা এই হামলার পিছনে যুক্ত। গ্রেফতার করা হয় সাধ্বী প্রজ্ঞা এবং প্রাক্তন সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল প্রসাদশ্রীকান্ত পুরোহিতকে। পরে তাঁরা জামিনে মুক্ত হন এবং অভিযোগ অস্বীকার করেন।

২০১১ সালে এই মামলার তদন্তভার যায় জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) হাতে। তদন্তের অভিমুখ খানিক বদলে যায়, যদিও অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ এবং অস্ত্র আইনে মামলা জারি থাকে। ২০১৮ সালে সাত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে শুরু হয় বিচারপর্ব। বিচার চলাকালীন আদালত ৩২৩ জন সাক্ষীর জবানবন্দি খতিয়ে দেখে। চলতি বছরের এপ্রিল মাসে এনআইএ আদালতে কয়েকশো পাতার নথি ও প্রমাণ পেশ করে।

তবে চূড়ান্ত সিদ্ধান্তে বিশেষ এনআইএ আদালত জানায়, ইউএপিএ এই মামলায় প্রযোজ্য নয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ, সন্দেহাতীত প্রমাণ পাওয়া যায়নি। ফলে সকলকেই বেকসুর খালাস দেওয়া হল।

এই রায়ের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পক্ষ এবং বিরোধী, দুই শিবির থেকেই নানা প্রতিক্রিয়া উঠে আসছে।

আরও যে খবর পড়তে পারেন

ন্যূনতম ব্যালান্স না থাকায় আর জরিমানা নয়! বড় সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।