Homeখবরদেশপ্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় ছাড় ফেরানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় ছাড় ফেরানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

নয়াদিল্লি: করোনাকালে প্রবীণ নাগরিকদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ট্রেন ভাড়ার ছাড়। তা আর চালু করতে চায় না ভারতীয় রেল। শুক্রবার ট্রেন ভাড়ায় ছাড় ফেরানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।

এমকে বালাকৃষ্ণানের দায়ের করা একটি আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কৌল এবং আহসানউদ্দিন আমানুল্লাহের বেঞ্চ জানায়, এটা (ট্রেন ভাড়ায় ছাড়) নীতিগত বিষয় এবং এর জন্য আদালত সরকারকে নির্দেশ দিতে পারে না।

সুপ্রিম কোর্ট নিজের পর্যবেক্ষণে বলেছে, “সংবিধানের ৩২ অনুচ্ছেদের আওতায় একটি পিটিশনে আদেশের রিট জারি করা এই আদালতের পক্ষে সঠিক হবে না। আর্থিক প্রভাব বিবেচনা করে এবং প্রবীণ নাগরিক এবং নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় সরকার।” আবেদনকারীর দাবি ফিরিয়ে বেঞ্চ বলেছে বয়স্কদের ছাড় দেওয়া রাষ্ট্রের ‘দায়বদ্ধতা’।

এর আগে, একটি সংসদীয় স্থায়ী কমিটি প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড়গুলি পুনরায় চালু করার সুপারিশ করেছিল। বিজেপি সাংসদ রাধামোহন সিংয়ের নেতৃত্বে রেলপথ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে এ কথা বলা হয়েছে।

তবে প্রবীণ নাগরিকরা মহামারির আগে ট্রেনের টিকিটে যে ছাড় পেতেন, তা আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে গত বছরেই জানিয়ে দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রীর কথায়, বিভিন্ন ধরনের ভর্তুকি এবং বেতন বিলের কারণে উচ্চ ব্যয়ে ভুগছে রেল। যে কারণে, বর্তমান “পরিস্থিতি” বিবেচনায় রেখে প্রবীণদের জন্য সেই ছাড় এখনই ফিরছে না।

প্রসঙ্গত রেল মোট ৫৩ রকম ছাড় দিয়ে থাকে। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে ২০২০ সালের ২২ মার্চ অধিকাংশ ছাড় দেওয়া স্থগিত রাখা হয়। প্রতিবন্ধী, রোগী এবং ছাত্রছাত্রীদের জন্য ১৫ রকমের ছাড় চালু থাকে। এখনও সেই ব্যবস্থাই চলছে।

রেলের নিয়ম অনুযায়ী মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছর ও পুরুষের ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়স হলেই এই ছাড়া দেওয়া হতো। মহিলাদের ক্ষেত্রে ভাড়ার ৫০ শতাংশ এবং পুরুষের ক্ষেত্রে ৪০ শতাংশ ছাড় পাওয়া যেত। যা করোনার সময় থেকে বন্ধ রয়েছে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মামলা শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বড়ো নির্দেশ সুপ্রিম কোর্টের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।