Home খবর দেশ ভোট প্রচারে নেমেই বিপত্তি, আক্রান্ত তৃণমূল প্রার্থী সহ একাধিক কর্মী

ভোট প্রচারে নেমেই বিপত্তি, আক্রান্ত তৃণমূল প্রার্থী সহ একাধিক কর্মী

0

মেঘালয় : বেজেছে বিধানসভা ভোটের বাদ্যি। জোরকদমে ময়দানে নেমে প্রচার সারছে সব রাজনৈতিক দল। একদিকে যখন জমি আঁকড়ে ধরতে চাইছে বিজেপি ঠিক তখনই মেঘালয়ে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। লড়াই ময়দানে কোমড় বেঁধে নেমেছে সব রাজনৈতিক দল। কেউ কাউকে ছাড়তে রাজি নয় এক ইঞ্চি জমি। এই পরিস্থিতে এবার শাসক দলের ওপর অভিযোগ তুলল তৃণমূল।

মঙ্গলবার রাতে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী-সহ কর্মী, সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল সরকারের শরিকদল ন্যাশনাল পিপলস পার্টির বিরুদ্ধে। আক্রান্ত ফুলবাড়ির তৃণমূল প্রার্থী এসজি এসমাতুর মোমিনিন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভরতি আরও অনেকেই। তাঁদের প্রত্যেককে দেখভালের দায়িত্ব নিয়েছেন প্রার্থী নিজেই। তাঁর স্পষ্ট অভিযোগ, তৃণমূল সেখানে নির্বাচনী লড়াইয়ে নামতেই সজাগ এনপিপি।

জানা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ। পশ্চিম গারো পাহাড়ের ফুলবাড়ি কেন্দ্রের চারবাতাপাড়ায় এক জনসভার আয়োজন করেছিল তৃণমূল। প্রার্থী এসমাতুর মোমিনিনের প্রচারে সেই সভা ছিল। কিন্তু অভিযোগ, রাতের বেলা দুষ্কৃতীরা সেখানে গিয়ে সভাস্থলে হামলা চালায়। ভাঙচুর করা হয় মঞ্চ। ঘটনায় গুরুতর জখম তৃণমূল প্রার্থী সহ আরও অনেকেই।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ভোট জয়লাভ করে তৃণমূল। তৃতীয় বারের জন্য বাংলার মসনদে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই উত্তর-পূর্বের ছোট রাজ্যগুলির ওপর নজর পরে তাঁর। চলতি বছর মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মেঘালয়ের দায়িত্ব সামলেছেন। এছাড়া সেখানে প্রচারে নামবেন তৃণমূলের তারকা জনপ্রতিনিধিরাও।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version