কলকাতা: বুধবার রাজ্য়পালের ভাষণ দিয়েই শুরু হল রাজ্যের বাজেট অধিবেশন। শুরুতেই তুমুল বিক্ষোভ এবং স্লোগান বিজেপি-র। তবে হট্টগোলের মধ্যেও নিজের পুরো বক্তব্যই পেশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
নিজের ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রসংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাষণ পাঠ শুরু করার কিছুক্ষণের মধ্যেই স্লোগান বিজেপি বিধায়কদের। বিজেপি-র অভিযোগ, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্যে দুর্নীতিকে আড়াল করা হয়েছে। তবে হট্টগোল হলেও ভাষণ পড়া বন্ধ করেননি রাজ্যপাল।
এ দিন বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণের মধ্যেই স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। মূলত দুর্নীতি, বকেয়া ডিএ সহ নানা ইস্যুতে স্লোগান দিতে থাকেন তাঁরা। ‘চোর ধরো জেল ভরো’, স্লোগান দেন। রাজ্যপালের সামনে কাগজ ছুড়ে বিক্ষোভও দেখান বিজেপি বিধায়করা। এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও পুরো ভাষণ শেষ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এভাবেই বেশ কিছুক্ষণ চলতে থাকে। তবে রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার আগেই বিধানসভা কক্ষ ছাড়েন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক-আউট করেন তাঁরা। বিধানসভা চত্বরে প্রতিবাদ আন্দোলন শুরু হয়। রাজ্যপাল লিখিত বক্তব্য পাঠ করে বিধানসভা চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময়ও বিজেপি বিধায়করা রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। প্ল্যাকার্ড হাতে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিজেপি বিধায়করা। ‘ধিক ধিক’ স্লোগান দিতে দিতে শোনা যায়।
আরও পড়ুন: অসংসদীয় শব্দ প্রয়োগের অভিযোগ, কী এমন বলেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র? দেখুন ভিডিয়োয়