Home খবর দেশ প্রবল বর্ষণে একাধিক মৃত্যু উত্তর ভারতে, আজ আরও বৃষ্টির পূর্বাভাস

প্রবল বর্ষণে একাধিক মৃত্যু উত্তর ভারতে, আজ আরও বৃষ্টির পূর্বাভাস

লাগাতার বৃষ্টি রাজধানী দিল্লিতে। প্রতীকী ছবি

নয়াদিল্লি: আগামী কয়েকদিন উত্তরপশ্চিম ভারতের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দিল্লি, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Rain prediction) দিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ (IMD)।

আইএমডি বলেছে, উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যে কারণে শনিবার দিল্লি-সহ বিভিন্ন জায়গায় তীব্র বৃষ্টিপাত হয়েছে। যা এই মরশুমের মধ্যে সর্বোচ্চ।

জলমগ্ন হওয়ার কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। শহর ও আশপাশের এলাকায় এ দিনও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।

বৃষ্টির কারণে প্রাণহানিও হয়েছে দিল্লিতে। ফ্ল্যাটের সিলিং ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৫৮ বছর বয়সি এক মহিলার। রাজস্থানে ২৪ ঘণ্টার ব্যবধানে বৃষ্টি সংক্রান্ত ঘটনার জেরে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রাজস্থানের ন’টিরও বেশি জেলায় খুব ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। যেগুলির মধ্যে রয়েছে রাজসামন্দ, জালোর, পালি, অজমেঢ়, আলওয়ার, বাঁশওয়ারা, ভরতপুর, ভিলওয়ারা, বুন্দি, চিতোরগড়, দৌসা, ধৌলপুর, জয়পুর এবং কোটা।

অবিরাম বৃষ্টি ও ভূমিধসের কারণে আজ টানা তৃতীয় দিনের মতো বার্ষিক অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। শ্রীনগর-জম্মু হাইওয়েতে প্রায় হাজার তিনেক যানবাহন আটকে পড়েছে। এই জায়গাতেই গতকাল রাস্তার একটি অংশে ধস নেমেছিল।

সিমলা, সিরমাউর, লাহৌল এবং স্পিতি, চাম্বা এবং সোলানে ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হওয়ার পরে আবহাওয়া অফিস হিমাচলপ্রদেশের সাতটি জেলার জন্য একটি “লাল” সতর্কতা জারি করেছে।

হরিয়ানা এবং পাঞ্জবের বেশ কয়েকটি অংশেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির জেরে দুই রাজ্যে পারদ স্বাভাবিক সীমার নিচে নেমে গেছে। দুই রাজ্যের রাজধানী চণ্ডীগড়ে দিনভর বৃষ্টি হয়েছে।

অন্য দিকে, দক্ষিণ ভারতেও অবিরাম বর্ষণের কবলে পড়ে জলমগ্ন কেরল ও কর্নাটকের বিভিন্ন এলাকা। কেরলের চারটি জেলায় একটি “হলুদ” সতর্কতা জারি করেছে আইএমডি। সেগুলি হল কোঝিকোড়, ওয়েনাড়, কন্নুর এবং কাসারাগড়।

আরও পড়ুন: হাউ হাউ করে কাঁদছেন ভোটকর্মী, জীবন হাতে নিয়ে বাড়ি ফেরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version