Homeখবরদেশচরম মানসিক উদ্বেগে ভুগছে গ্রামীণ ভারত, চাঞ্চল্যকর তথ্য উঠে এল সমীক্ষায়

চরম মানসিক উদ্বেগে ভুগছে গ্রামীণ ভারত, চাঞ্চল্যকর তথ্য উঠে এল সমীক্ষায়

প্রকাশিত

মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা ও অবসাদ এখন শুধু আর শহুরে মানুষকেই গ্রাস করছে না। চরম মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠায় ভুগছে ভারতের গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষও। সাম্প্রতিক একটি সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সদ্যই প্রকাশিত হয়েছে State of Healthcare in Rural India Report, 2024 নামক সমীক্ষা রিপোর্ট। 

২১টি রাজ্যের গ্রামাঞ্চলে ৫৩৮৯টি পরিবারের ওপর গবেষণা চালানো হয়। সমীক্ষায় ৪৫% মানুষ জানিয়েছেন তাঁরা মানসিক উদ্বেগে ভুগছেন। এতে সার্বিক ভাবে তাঁদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। 

ট্রান্সফর্ম রুরাল ইন্ডিয়া (টিআরআই) ও তার অধীনস্থ ডেভেলপমেন্ট ইন্টেলিজেন্স ইউনিট (ডিআইইউ) যৌথ ভাবে সমীক্ষা চালায়। দেশের জনসংখ্যার ৬৮% গ্রামের মানুষ। তাঁদের কী রকম চিকিৎসা পরিষেবার দরকার এনিয়ে মূলত সমীক্ষা চালানো হয়। তখনই সমীক্ষায় নানা রকম তথ্য উঠে আসে। সমীক্ষায় দেখা গেছে গ্রামের ৭৩% বাড়িতে বয়স্করা অসুস্থ। তাঁদের নিয়মিত কেয়ারগিভার বা দেখাশোনার প্রয়োজন। কিন্তু মাত্র ৩% পরিবারের আর্থিক সঙ্গতি আছে বাইরের লোক রেখে পরিবারের অসুস্থ বয়স্ক সদস্যর দেখাশোনা, সেবাযত্ন করার। ৯৫.৭% পরিবারে বাড়ির মহিলা সদস্যরাই সেবাযত্নর কাজে যুক্ত। 

টিআরআইয়ের হেল্থ অ্যান্ড নিউট্রিশন বিভাগের সহকারী অধিকর্তা শ্যামল সাঁতরা জানান, গ্রামেও পরিবারের মধ্যে অনেক বদল আসছে। গ্রামে রয়েছেন বয়স্করা। পরিবারের নবীন প্রজন্ম কাজকর্ম বা পড়াশোনার জন্য বাইরে। অসুস্থ হলে দেখাশোনার অভাব। ৬০% মানুষের কোনো চিকিৎসা বীমা নেই। গ্রামে চিকিৎসা পরিষেবাও যথাযথ নয়। ওষুধপত্র অমিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।