জনপ্রিয় রেডিও জকি এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সিমরন সিং আত্মহত্যা করেছেন বলে খবর। গুরগাঁওয়ের সেক্টর ৪৭ এলাকার বাসভবনে বুধবার এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সিমরনের এক বন্ধু তাঁর সঙ্গে ওই অ্যাপার্টমেন্টে থাকতেন। তিনিই ঘটনাটি পুলিশকে জানান।
পুলিশ জানিয়েছে, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল এবং কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর সিমরনের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
জম্মুর বাসিন্দা সিমরনের ইনস্টাগ্রামে ৬ লাখেরও বেশি ফলোয়ার ছিল। তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ১৩ ডিসেম্বর করা, যেখানে তিনি সমুদ্রের ধারে একটি গাউনে নিজের ভিডিও শেয়ার করেছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “শেষ না হওয়া হাসি আর গাউনের সঙ্গে সমুদ্রের দখল নেওয়া এক মেয়ে।”
গুরগাঁও পুলিশ ইতিমধ্যেই আত্মহত্যার মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। সিমরন একজন জনপ্রিয় রেডিও জকি ছিলেন, বর্তমানে ফ্রিল্যান্সিং করছিলেন।