Home খবর দেশ সৌরভ গাঙ্গুলিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করল কনস্ট্রাকশন কেমিক্যাল ব্র্যান্ড ‘ভুরা’

সৌরভ গাঙ্গুলিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করল কনস্ট্রাকশন কেমিক্যাল ব্র্যান্ড ‘ভুরা’

সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'ভুরা'। ছবি: সঞ্জয় হাজরা।

খবর অনলাইন ডেস্ক: গ্লোবাল কনস্ট্রাকশন কেমিক্যাল ব্র্যান্ড ভুরা বাউ-কেমি এলএলপি ক্রিকেট কিংবদন্তি এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং পরামর্শদাতা হিসেবে ঘোষণা করল। এই অংশীদারি ব্র্যান্ডের জন্য একটি নতুন অধ্যায় চিহ্নিত করল।

এ প্রসঙ্গে ‘ভুরা’র সিইও মি. মিনেশ চৌধুরীও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাদের দাদা সৌরভ গাঙ্গুলিকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা সম্মানিত। তাঁর নেতৃত্ব, উৎকর্ষের প্রতি অঙ্গীকার এবং সততা তাঁকে আমাদের কাছে মূল্যবোধের এক আদর্শ প্রতিনিধি করে তুলেছে।”

এই উপলক্ষ্যে ‘ভুরা’র পরিচালক মি. অমিত চৌধুরী বলেন, “দাদাকে বোর্ডে অন্তর্ভুক্ত করা কেবল আমাদের ব্র্যান্ডের উপস্থিতিকেই শক্তিশালী করবে না বরং আমাদের ব্র্যান্ডকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। তিনি ভবিষ্যতের সমস্ত সম্প্রসারণ পরিকল্পনার ক্ষেত্রে তাঁর দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন, যা সময়ের সঙ্গে এক উত্তরাধিকার হিসেবেও গড়ে উঠবে।”

‘ভুরা’র সঙ্গে যুক্ত হতে পেরে তিনি যে রোমাঞ্চিত বোধ করছেন, তা স্পষ্ট ব্যক্ত করেন সৌরভ গাঙ্গুলি। এই ব্যাপারে তিনি বলেন, ‘ভুরা’ এমন একটি কোম্পানি যা অত্যাধুনিক প্রযুক্তিকে উদ্ভাবন এবং উৎকর্ষের প্রতি যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিকেট হোক বা জীবনে, স্থায়ী কিছু তৈরি করার জন্য সঠিক দৃষ্টিভঙ্গি এবং টিম ওয়ার্ক প্রয়োজন।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, “আমি বিশ্বাস করি ‘ভুরা’ বিকাশের দৃষ্টিভঙ্গি, উদ্ভাবন এবং মূল মানবিক মূল্যবোধের উপর তাদের মনোযোগ দ্বারা পরিচালিত, যা আমার নিজস্ব নীতিগুলির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমি তাদের আরও ভাল নির্মাণের লক্ষ্যে সমর্থন করতে আগ্রহী।”

ভুরা বাউ-কেমি এলএলপি বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এরা উচ্চ মানের কনস্ট্রাকশন কেমিক্যাল তৈরি করে, যার মধ্যে রয়েছে টাইলস, স্টোন অ্যাডহেসিভস, স্টোন কেয়ার সিলারস অ্যান্ড ক্লিনার্স, স্পেশালাইজড ওয়াটারপ্রুফিং এবং আইএসও, আইএন এবং ইএন মানের মান অনুসারে বিশ্বমানের জার্মান প্রযুক্তি ব্যবহার করে গঠিত বিভিন্ন কনস্ট্রাকশন কেমিক্যাল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version