Home শিল্প-বাণিজ্য প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রধান সচিব হলেন প্রাক্তন RBI গভর্নর শক্তিকান্ত দাস

প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রধান সচিব হলেন প্রাক্তন RBI গভর্নর শক্তিকান্ত দাস

শক্তিকান্ত দাস। সংগৃহীত ছবি

নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। শুক্রবার সরকারী বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ক্যাবিনেটের নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দাসের কার্যকালের মেয়াদ প্রধানমন্ত্রীর মেয়াদের সমান হবে অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে

নীতি আয়োগের সিইওর মেয়াদ বৃদ্ধি

এদিকে, নীতিআয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যমের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে, যা ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে। ১৯৮৭ ব্যাচের অবসরপ্রাপ্ত IAS অফিসার সুব্রহ্মণ্যমকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য নীতি আয়োগের সিইও হিসেবে নিয়োগ করা হয়েছিল।

শক্তিকান্ত দাসের দীর্ঘ অভিজ্ঞতা

শক্তিকান্ত দাস ২০১৮ সালের ডিসেম্বর থেকে ছয় বছর RBI গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি প্রশাসনে চার দশকের অভিজ্ঞতা সম্পন্ন দাস অর্থনীতি, রাজস্ব, শিল্প, পরিকাঠামোসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কোভিড-১৯ মহামারির সময় গুরুত্বপূর্ণ ভূমিকা

RBI গভর্নর থাকাকালীন, কোভিড-১৯ মহামারির সময়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করেন, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়। মুদ্রানীতি, নিয়ন্ত্রক নীতির ক্ষেত্রে তিনি বেশ কিছু নতুন উদ্যোগ নেন, যা অর্থনীতির ওপর মহামারির নেতিবাচক প্রভাব কমাতে সহায়তা করে।

শক্তিকান্ত দাসের এই নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, তাঁর অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version