Homeখবরদেশরাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ফিনান্স অফিসারদের বৈঠকে ডাকল উচ্চ শিক্ষা দফতর

রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ফিনান্স অফিসারদের বৈঠকে ডাকল উচ্চ শিক্ষা দফতর

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: ১১টি রাজ্য বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের সঙ্গে বসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতর। আগামী ২০ সেপ্টেম্বর বুধবার ‘নবান্ন’য় ওই বৈঠক বসবে। বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করাকে কেন্দ্র করে রাজ্যের তৃণমূল সরকার এবং রাজভবনের মধ্যে যে উত্তেজনা বাড়ছে, তার প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।

আলোচ্য বৈঠকে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ‘মানবসম্পদ পরিচালন ব্যবস্থা’ তথা  হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএমএস, HRMS) নিয়ে আলোচনা করা হবে। তবে বৈঠকের প্রকৃত আলোচ্যসূচি কী সে সম্পর্কে সরকারের তরফে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

সংশ্লিষ্ট মহলে এ রকম একটা আশঙ্কা করা হচ্ছে যে, একবার যদি বিশ্ববিদ্যালয়গুলিতে মানবসম্পদ পরিচালন ব্যবস্থা চালু করা হয় তা হলে তাদের আর্থিক স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ করা হবে।

এই আশঙ্কা তখনই প্রথম সৃষ্টি হয় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে বলেন, যে সব বিশ্ববিদ্যালয় রাজ্যপালের নির্দেশে চলবে তাদের আর্থিক সাহায্য বন্ধ করে দিয়ে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করা হবে।

যে ভাবে ফিনান্স অফিসারদের বৈঠক ডাকা হয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা), কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (কুটা), রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আরবিইউটিএ), পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ওয়াবকুটা) প্রভৃতি সংগঠন এক যৌথ বিবৃতিতে বলেছে, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে, উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলির স্বশাসনের সামান্য যেটুকু অবশিষ্ট আছে তাকেও বাজেয়াপ্ত করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর পরিকল্পিত প্রচেষ্টা শুরু করেছে।”   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।