Home খবর দেশ রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ফিনান্স অফিসারদের বৈঠকে ডাকল উচ্চ শিক্ষা দফতর

রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ফিনান্স অফিসারদের বৈঠকে ডাকল উচ্চ শিক্ষা দফতর

0

খবরঅনলাইন ডেস্ক: ১১টি রাজ্য বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের সঙ্গে বসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতর। আগামী ২০ সেপ্টেম্বর বুধবার ‘নবান্ন’য় ওই বৈঠক বসবে। বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করাকে কেন্দ্র করে রাজ্যের তৃণমূল সরকার এবং রাজভবনের মধ্যে যে উত্তেজনা বাড়ছে, তার প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।

আলোচ্য বৈঠকে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ‘মানবসম্পদ পরিচালন ব্যবস্থা’ তথা  হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএমএস, HRMS) নিয়ে আলোচনা করা হবে। তবে বৈঠকের প্রকৃত আলোচ্যসূচি কী সে সম্পর্কে সরকারের তরফে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

সংশ্লিষ্ট মহলে এ রকম একটা আশঙ্কা করা হচ্ছে যে, একবার যদি বিশ্ববিদ্যালয়গুলিতে মানবসম্পদ পরিচালন ব্যবস্থা চালু করা হয় তা হলে তাদের আর্থিক স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ করা হবে।

এই আশঙ্কা তখনই প্রথম সৃষ্টি হয় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে বলেন, যে সব বিশ্ববিদ্যালয় রাজ্যপালের নির্দেশে চলবে তাদের আর্থিক সাহায্য বন্ধ করে দিয়ে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করা হবে।

যে ভাবে ফিনান্স অফিসারদের বৈঠক ডাকা হয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা), কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (কুটা), রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আরবিইউটিএ), পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ওয়াবকুটা) প্রভৃতি সংগঠন এক যৌথ বিবৃতিতে বলেছে, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে, উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলির স্বশাসনের সামান্য যেটুকু অবশিষ্ট আছে তাকেও বাজেয়াপ্ত করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর পরিকল্পিত প্রচেষ্টা শুরু করেছে।”   

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version