Homeখবরদেশভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান'-এর মতো শব্দ বাতিলের...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

প্রকাশিত

২০২৫ সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলা মহাকুম্ভ মেলায় সাধুদের প্রবেশের জন্য পরিচয়পত্র, যেমন আধার বা ভোটার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)-এর সিদ্ধান্ত অনুযায়ী, সাধুদের মধ্যে ভুয়া বাবাদের প্রবেশ রুখতে এবং কুম্ভ মেলার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবিএপি জানিয়েছে, প্রতিটি আখাড়া তাদের সদস্য সাধুদের একটি তালিকা স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেবে।

এবিএপি প্রধান রবিশংকর পুরীর মতে, “বর্তমান সময়ে নানা দেশ যুদ্ধের মধ্যে রয়েছে এবং সনাতন ধর্মের বিরোধী শক্তি সক্রিয় রয়েছে। তাই, এই পরিস্থিতিতে ভুয়া বাবাদের মেলায় প্রবেশ রোধ করা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, কুম্ভ মেলায় আসা প্রতিটি সাধুর কাছে পরিচয়পত্র থাকা আবশ্যক এবং প্রতিটি আখাড়া তাদের সদস্যদের জন্য পরিচয়পত্র ইস্যু করবে।

তবে এই প্রথমবার নয় এবিএপি এর আগে ২০২৪ সালের জুলাই মাসে উত্তরপ্রদেশের হাতরসে ভুয়া বাবার আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনার পর এবিএপি এই নিয়ে কঠোর পদক্ষেপের দাবি তোলে।

উর্দু নাম পরিবর্তন ও অ-সনাতনিদের ওপর নিষেধাজ্ঞা

এবিএপি উর্দু ভাষার সাথে যুক্ত কিছু শব্দ যেমন ‘শাহী স্নান’ এবং ‘পেশওয়াই’ পরিবর্তন করারও প্রস্তাব রেখেছে। এর পরিবর্তে সনাতন ধর্মীয় শব্দ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রস্তাব অনুমোদন করার পথে আছেন বলে জানিয়েছে এবিএপি।

এছাড়াও, মহাকুম্ভে অ-সনাতন ধর্মাবলম্বীদের খাবারের স্টল স্থাপনে নিষেধাজ্ঞার প্রস্তাবও উঠেছে। সংস্থার যুক্তি অনুযায়ী, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অপ্রীতিকর ঘটনার জেরে এই নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। এবিএপি জানিয়েছে, শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদেরই মেলায় বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য নিয়োগ করা হবে।

কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রধান উৎসব, যা প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীর মতো স্থানে অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের কুম্ভ মেলাটি প্রয়াগরাজে ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে প্রায় ৪০ কোটি ভক্তের সমাগমের আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।