Homeখবরদেশ‘আমার আর একটা পরিবার’, সফলভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে বললেন সুনীতা উইলিয়ামস 

‘আমার আর একটা পরিবার’, সফলভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে বললেন সুনীতা উইলিয়ামস 

প্রকাশিত

ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর বৃহস্পতিবার সফলভাবে বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফ্টের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছলেন। ৫৯ বছর বয়সী সুনীতা উইলিয়ামস নতুন ক্রুড স্পেসক্রাফ্টের প্রথম মহাকাশযাত্রী হিসেবে এই কাজটি সম্পন্ন করলেন।

সুনীতা উইলিয়ামস এর আগে মহাকাশে ভগবদ্গীতা এবং গণেশ মূর্তি নিয়ে গিয়েছিলেন। এটি তাঁর তৃতীয় মহাকাশ ভ্রমণ এবং আইএসএসে পৌঁছে তিনি আনন্দে নেচে ওঠেন এবং স্টেশনে থাকা সাতজন মহাকাশচারীকে আলিঙ্গন করেন। এটি আইএসএসের একটি পুরনো ঐতিহ্য হিসেবে ঘণ্টা বাজিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। সুনীতা উইলিয়ামস সফর সম্পর্কে বলেন, “এভাবেই শুরু করতে হয়।”

তিনি তাঁর ক্রুমেটদেরকে “আরেকটি পরিবার” হিসেবে উল্লেখ করে তাঁদেরকে এমন দারুণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান।

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর প্রথম ক্রু যাঁরা বোয়িং স্টারলাইনারে মহাকাশে ভ্রমণ করেছেন। তাঁরা ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণের ২৬ ঘণ্টা পরে সফলভাবে স্টারলাইনারকে আইএসএসের সঙ্গে যুক্ত করান। এই সময়ে তাঁরা স্টারলাইনারের স্বয়ংক্রিয় ম্যানুভার পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা, যেমন হালকা হিলিয়াম লিকের কারণে ডকিং প্রায় এক ঘণ্টা দেরি হয়।

আইএসএসে পৌঁছানোর পথে ক্রু সদস্যরা স্টারলাইনারের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করেন, যার মধ্যে প্রথমবার মহাকাশে স্পেসক্রাফ্টটি ম্যানুয়ালি পরিচালনা করা অন্যতম। তাঁরা মহাকাশে প্রায় এক সপ্তাহ থাকবেন এবং বিভিন্ন পরীক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহায়তা করবেন।

তাঁদের প্রত্যাবর্তনেও স্টারলাইনারে হবে এবং তাঁরা সাগরে নয়, স্থলে অবতরণ করবেন।

নাসা বরাবরই স্পেসএক্স ক্রু মডিউলের বিকল্প হিসেবে আরেকটি ক্রুড স্পেসক্রাফ্ট চেয়েছিল এবং বোয়িং স্টারলাইনার এই বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অংশ হিসেবে সেই চাহিদা পূরণে এগিয়ে আসে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিতে এনডিএর স্পষ্ট অগ্রগতি। নীতীশ কুমারের নেতৃত্বে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি–জেডিইউ জোট। মহাজোট পিছিয়ে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রভাব ফেলতে ব্যর্থ।

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

আরও পড়ুন

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিতে এনডিএর স্পষ্ট অগ্রগতি। নীতীশ কুমারের নেতৃত্বে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি–জেডিইউ জোট। মহাজোট পিছিয়ে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রভাব ফেলতে ব্যর্থ।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...