Homeখবরদেশদিল্লি হাইকোর্টের বিচারপতির বাংলোয় নগদ উদ্ধার, রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

দিল্লি হাইকোর্টের বিচারপতির বাংলোয় নগদ উদ্ধার, রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

দিল্লি হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেছে সুপ্রিম কোর্ট। কারণ সম্প্রতি একটি অগ্নিকাণ্ডের পর তাঁর সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে। এ বিষয়ে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি যশবন্ত বর্মাকে সম্প্রতি সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের পর তাঁর মূল আদালত এলাহাবাদ হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপ এমন একটি সময়ে নেওয়া হয়েছে. যখন তাঁর সরকারি বাংলো থেকে অগ্নিকাণ্ডের পরে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।

আইন বিশেষজ্ঞদের মতে, যখন কোনও হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে, তখন সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি রিপোর্ট জমা দিতে হয়। আর যদি কোনও সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তবে প্রধান বিচারপতির উদ্যোগে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়।

এর আগেও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর যাদব ও প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কর্ণানের বিরুদ্ধে একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।

বিষয়টি জানার পর, প্রধান বিচারপতি সঞ্জীব খন্না সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বৈঠক ডাকেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হবে, যেখানে তিনি ২০২১ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিলেন।

তবে কয়েকজন কলেজিয়াম সদস্যরা শুধু বদলি করাকে যথেষ্ট মনে করছেন না। তাঁদের মতে, এটি বিচার ব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং জনসাধারণের আস্থা দুর্বল করতে পারে। তাঁরা বিচারপতি যশবন্ত বর্মার স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন। যদি তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন, তা হলে পার্লামেন্টে তাঁর অপসারণ প্রক্রিয়া শুরু হতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।