Homeখবরদেশহিমাচল ‘হাওয়ায় মিলিয়ে’ যেতে পারে! ভয়াবহ আশঙ্কা সুপ্রিম কোর্টের

হিমাচল ‘হাওয়ায় মিলিয়ে’ যেতে পারে! ভয়াবহ আশঙ্কা সুপ্রিম কোর্টের

প্রকাশিত

হিমাচল প্রদেশের পরিবেশগত বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। গত ২৮ জুলাই হিমাচল হাই কোর্টের এক নির্দেশের বিরুদ্ধে দায়ের হওয়া পিটিশনের শুনানিতে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মাধবনের ডিভিশন বেঞ্চ জানায়, এই ভাবে চলতে থাকলে অচিরেই দেশের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, হিমাচলের পরিস্থিতি দিনে দিনে খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। আবহাওয়ার পরিবর্তনের বিরূপ প্রভাব, অনিয়ন্ত্রিত পরিকাঠামো উন্নয়ন এবং পরিবেশ-বিধিকে উপেক্ষা করে পর্যটনের বিস্তার—সব মিলিয়ে রাজ্যের বাস্তুতন্ত্র আজ মারাত্মক সঙ্কটে। ডিভিশন বেঞ্চ জানায়, “শুধু রাজস্ব আয় নয়, পরিবেশ ও প্রকৃতি রক্ষা করাও সরকারের দায়িত্ব। যদি এই প্রবণতা বন্ধ না হয়, তা হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার থাকবে না।”

আদালত স্পষ্টভাবে জানায়, শুধু প্রকৃতিকে দোষ দিয়ে লাভ নেই। এই দুর্যোগের জন্য মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডই দায়ী। উন্নয়নমূলক প্রকল্পের আগে স্থানীয় মানুষের মতামত, ভূতত্ত্ববিদ ও পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শ না নেওয়াই এখন হিমাচলের সর্বনাশ ডেকে আনছে।

বিচারপতিরা আরও বলেন, “হিমালয়ের কোলের এই রাজ্যে গত কয়েক বছরে চার লেনের হাইওয়ে, সুড়ঙ্গ, রোপওয়ে, নতুন বসতিগুলি তৈরি হয়েছে দ্রুত গতিতে—তাও আবার পরিবেশ আইনের তোয়াক্কা না করে। পর্যটনই হিমাচলের প্রধান অর্থনৈতিক উৎস হলেও, তা এখন অনিয়ন্ত্রিত এবং পরিবেশবিধ্বংসী রূপ নিয়েছে।”

শীর্ষ আদালতের মতে, এখনও সময় আছে। রাজ্য সরকার এবং কেন্দ্রকে সমন্বিত পদক্ষেপ করে পরিবেশ রক্ষায় অগ্রাধিকার দিতে হবে। না হলে হিমাচল শুধু মানচিত্রে নয়, বাস্তবেও একদিন অদৃশ্য হয়ে যেতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।