Homeখবরদেশহিমাচল ‘হাওয়ায় মিলিয়ে’ যেতে পারে! ভয়াবহ আশঙ্কা সুপ্রিম কোর্টের

হিমাচল ‘হাওয়ায় মিলিয়ে’ যেতে পারে! ভয়াবহ আশঙ্কা সুপ্রিম কোর্টের

প্রকাশিত

হিমাচল প্রদেশের পরিবেশগত বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। গত ২৮ জুলাই হিমাচল হাই কোর্টের এক নির্দেশের বিরুদ্ধে দায়ের হওয়া পিটিশনের শুনানিতে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মাধবনের ডিভিশন বেঞ্চ জানায়, এই ভাবে চলতে থাকলে অচিরেই দেশের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, হিমাচলের পরিস্থিতি দিনে দিনে খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। আবহাওয়ার পরিবর্তনের বিরূপ প্রভাব, অনিয়ন্ত্রিত পরিকাঠামো উন্নয়ন এবং পরিবেশ-বিধিকে উপেক্ষা করে পর্যটনের বিস্তার—সব মিলিয়ে রাজ্যের বাস্তুতন্ত্র আজ মারাত্মক সঙ্কটে। ডিভিশন বেঞ্চ জানায়, “শুধু রাজস্ব আয় নয়, পরিবেশ ও প্রকৃতি রক্ষা করাও সরকারের দায়িত্ব। যদি এই প্রবণতা বন্ধ না হয়, তা হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার থাকবে না।”

আদালত স্পষ্টভাবে জানায়, শুধু প্রকৃতিকে দোষ দিয়ে লাভ নেই। এই দুর্যোগের জন্য মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডই দায়ী। উন্নয়নমূলক প্রকল্পের আগে স্থানীয় মানুষের মতামত, ভূতত্ত্ববিদ ও পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শ না নেওয়াই এখন হিমাচলের সর্বনাশ ডেকে আনছে।

বিচারপতিরা আরও বলেন, “হিমালয়ের কোলের এই রাজ্যে গত কয়েক বছরে চার লেনের হাইওয়ে, সুড়ঙ্গ, রোপওয়ে, নতুন বসতিগুলি তৈরি হয়েছে দ্রুত গতিতে—তাও আবার পরিবেশ আইনের তোয়াক্কা না করে। পর্যটনই হিমাচলের প্রধান অর্থনৈতিক উৎস হলেও, তা এখন অনিয়ন্ত্রিত এবং পরিবেশবিধ্বংসী রূপ নিয়েছে।”

শীর্ষ আদালতের মতে, এখনও সময় আছে। রাজ্য সরকার এবং কেন্দ্রকে সমন্বিত পদক্ষেপ করে পরিবেশ রক্ষায় অগ্রাধিকার দিতে হবে। না হলে হিমাচল শুধু মানচিত্রে নয়, বাস্তবেও একদিন অদৃশ্য হয়ে যেতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯) ম্যাচ পরিত্যক্ত ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায়...

আরও পড়ুন

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...

বিহারে ভোট রেকর্ড! প্রথম দফায় ৬৪.৬৬% ভোট, আগের নির্বাচনের তুলনায় প্রায় ৯% বেশি — কারণ কি এসআইআর?

বিহারের প্রথম দফার ভোটে রেকর্ড অংশগ্রহণ — ৬৪.৬৬% ভোট পড়েছে ১২১টি কেন্দ্রে। আগের লোকসভা ও বিধানসভা ভোটের তুলনায় ভোট বৃদ্ধি প্রায় ৯ শতাংশ, এসআইআর পরবর্তী বিতর্ক সত্ত্বেও ভোটার সংখ্যা কমেনি।