Homeখবরদেশ'হিন্দু বোর্ডে মুসলিম থাকবেন? স্পষ্ট করে বলুন': ওয়াকফ মামলায় কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম...

‘হিন্দু বোর্ডে মুসলিম থাকবেন? স্পষ্ট করে বলুন’: ওয়াকফ মামলায় কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

প্রকাশিত

ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া ৭৩টি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র সরকারকে একাধিক কঠিন প্রশ্ন ছুড়ে দেয়। ‘ওয়াকফ বাই ইউজার’ এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের নতুন গঠন নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রকে সাফ জানায়, “আপনারা কি মুসলিমদের হিন্দু এনডাওমেন্ট বোর্ডে অন্তর্ভুক্ত করবেন? তাহলে সেটা প্রকাশ্যে বলুন।”

বিচারপতি সঞ্জীব খান্না ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথন। তাঁরা এই আইনের বিভিন্ন বিতর্কিত দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ‘ওয়াকফ বাই ইউজার’—যার মাধ্যমে কোনও জমি বহুদিন ধরে ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহৃত হলে সেটিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে মানা হয়—এই ধারার কার্যকারিতা এবং বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলে আদালত।

জানা যায়, দেশের প্রায় ৮ লক্ষ ওয়াকফ সম্পত্তির মধ্যে ৪ লক্ষই ‘ওয়াকফ বাই ইউজার’-এর অন্তর্গত। এই প্রেক্ষিতে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বলেন, “হাজার হাজার বছর আগে যদি কোনও ওয়াকফ তৈরি হয়ে থাকে, তাহলে এখন দলিল চাওয়া বাস্তবসম্মত নয়।” তিনি আরও জানান, নতুন আইনে কালেক্টরকে যে বিচারকের ভূমিকা দেওয়া হয়েছে, তা সাংবিধানিকভাবে ঠিক নয়।

প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, তাঁরা গোটা আইন নয়, কিছু নির্দিষ্ট ধারা স্থগিত রাখার দাবি জানাচ্ছেন। আদালতও জানায়, “সব ‘ওয়াকফ বাই ইউজার’ ভুল নয়, তবে কিছু ক্ষেত্রে অপব্যবহার হয়েছে—তা-ও অস্বীকার করা যায় না।”

সলিসিটার জেনারেল তুষার মেহতা সরকারের পক্ষে বলেন, আইনটি বিশদ আলোচনার পর সংসদে পাশ হয়েছে। তবে বেঞ্চ তাঁকে স্পষ্টভাবে ‘ওয়াকফ বাই ইউজার’ প্রসঙ্গে জবাব দিতে বলে। আদালত জানায়, বহু প্রাচীন মসজিদ ও ধর্মীয় স্থানের কোনও প্রামাণ্য নথি পাওয়া সম্ভব নয়, অথচ তারা ওয়াকফ সম্পত্তি বলেই পরিচিত।

অবশেষে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অ-মুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতির প্রশ্ন ছিল, “আপনারা কি হিন্দু এনডাওমেন্ট বোর্ডে মুসলিমদের রাখবেন? তাহলে সেটা সরাসরি বলুন।” এই মন্তব্য ঘিরে আদালতে সাড়া পড়ে যায়।

শুনানিতে হিংসার প্রসঙ্গও উঠে আসে। আদালত জানায়, আইন নিয়ে হিংসাত্মক ঘটনার খবর অত্যন্ত উদ্বেগজনক। কপিল সিব্বল বলেন, কে এই সহিংসতা ছড়াচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। বিচারপতিরা বলেন, আইনের ইতিবাচক দিকগুলোও তুলে ধরা উচিত।

এই মামলার পরবর্তী শুনানি হবে আগামীকাল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।