Homeখবরদেশ'ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি'— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম...

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

প্রকাশিত

দেশে যৌন শিক্ষা নিয়ে নতুন দিকনির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, যৌন শিক্ষা শুরু হওয়া উচিত ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই। কৈশোরে যে হরমোনজনিত পরিবর্তন ঘটে, তা সম্পর্কে ছাত্রছাত্রীদের প্রাথমিকভাবে জানানো প্রয়োজন বলেই মত বিচারপতিদের।

বিচারপতি সঞ্জয় কুমার এবং অলোক আরাধে-র বেঞ্চ শুক্রবার পর্যবেক্ষণ করেন, “আমাদের মতে, যৌন শিক্ষা শিশুদের অল্প বয়স থেকেই দেওয়া উচিত, ক্লাস নাইনের পর নয়। কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে প্রয়োজনীয় সংশোধন করা, যাতে শিশুরা কৈশোরে শরীরে যে পরিবর্তন আসে এবং তার সঙ্গে সম্পর্কিত সাবধানতাগুলি সম্পর্কে সচেতন হতে পারে।”

আদালতের এই মন্তব্য করে এক ১৫ বছর বয়সি কিশোরের জামিন আবেদনের শুনানিতে। ওই কিশোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও ৫০৬ (হুমকি) ধারায় এবং পকসো আইনের ৬ ধারা (aggravated penetrative sexual assault) অনুযায়ী মামলা দায়ের হয়েছিল।

তবে আদালত জানায়, অভিযুক্ত যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই জুভেনাইল জাস্টিস বোর্ডের শর্তে তাঁর জামিন মঞ্জুর করা হচ্ছে।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কৈশোরে যৌনতা, শরীরবিজ্ঞান ও সম্পর্কের বিষয়ে শিক্ষার অভাব থেকেই অনেক ভুল সিদ্ধান্ত ও অপরাধের জন্ম হয়। তাই ভবিষ্যতে এই ধরনের সমস্যা রোধ করতে শিশুদের প্রাথমিক স্তর থেকেই সচেতনতা বাড়ানো দরকার।

শিক্ষা বিশেষজ্ঞদের একাংশও বলছেন, সুপ্রিম কোর্টের এই মন্তব্য শিক্ষা নীতিতে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে। কারণ, অনেক রাজ্যে এখনও যৌন শিক্ষাকে ট্যাবু হিসেবে দেখা হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমান প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।

এআই–চালিত পদ্মফুলের মতো ভাসমান টার্মিনাল! নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (NMIA)। প্রথম ধাপে বছরে ২ কোটি যাত্রী পরিবহনের লক্ষ্য, ২০৩৬ সালের মধ্যে ৯ কোটি যাত্রী সক্ষমতা—ভারতের বিমান চলাচলে নতুন অধ্যায়।

রেলের নতুন নিয়ম: টিকিট ক্যানসেল নয়, এবার বদলানো যাবে যাত্রার তারিখই! যাত্রীদের জন্য বড় স্বস্তি

রেলের বড় সিদ্ধান্ত! যাত্রার তারিখ বদলাতে আর টিকিট ক্যানসেল করতে হবে না। নতুন নিয়মে যাত্রীরা অতিরিক্ত খরচ বা কেটে নেওয়া ভাড়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন।