কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক হত্যাকাণ্ডে দেশজুড়ে তোলপাড় চলছে। এই ঘটনায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আগামী মঙ্গলবার মামলাটি শুনবে। এই মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে। গত সপ্তাহে হাইকোর্ট রাজ্য পুলিশের হাত থেকে তদন্তটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই-এর হাতে হস্তান্তর করার নির্দেশ দিয়েছিল।
উল্লেখ্য, ৯ আগস্ট সকালে এক ৩১ বছর বয়সী চিকিৎসকে নির্মমভাবে হত্যা করা হয়। ৩৬ ঘণ্টার কাজের পর, ওই ডাক্তার রাতের বিশ্রামের জন্য একটি খালি সেমিনার কক্ষে গিয়ে শুয়ে পড়েন। আরজি কর হাসপাতালে কোনও অন-কলে থাকা ডাক্তারদের জন্য নির্দিষ্ট রুম না থাকায় তিনি সেখানে ঘুমিয়ে পড়েন।
পরদিন সকালে তাঁর আংশিক পোশাক পরিহিত এবং আঘাতপ্রাপ্ত দেহ সেমিনার কক্ষে উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রধান সন্দেহভাজন হলেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। যিনি কলকাতা পুলিশের অধীনে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের একটি পুলিশ আউটপোস্টে নিযুক্ত ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি সেই ভবনে প্রবেশ করেন যেখানে ডাক্তারের মৃতদেহ পাওয়া যায়। ওই সিসিটিভি ফুটেজে তার গলায় একটি ব্লুটুথ হেডসেট দেখা যায়, যা পরবর্তীতে ভুক্তভোগীর দেহের পাশে পাওয়া গিয়েছিল।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

