উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাম্প্রতিক মন্তব্যকে চ্যালেঞ্জ করলেন গায়ক-সুরকার বিশাল দাদলানি। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা এলাকায় সঙ্গমের জলে বিপজ্জনক মাত্রায় মল দূষণের অস্তিত্ব রয়েছে। সেই প্রসঙ্গেই যোগী আদিত্যনাথ জানিয়েছেন, সঙ্গমের জল পানযোগ্য।
এই মন্তব্যের পরেই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিশাল। তিনি লেখেন, “স্যার, আমরা আপনাকে বিশ্বাস করি। অনুগ্রহ করে নদী থেকে সরাসরি এক চুমুক জল পান করুন, ক্যামেরার সামনে।”
জাতীয় পরিবেশ আদালত (NGT) গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে, প্রয়াগরাজের একাধিক কুম্ভস্থলে নদীর জলে উচ্চ মাত্রায় মল ব্যাকটেরিয়া ও কোলিফর্ম পাওয়া গিয়েছে। রিপোর্ট সামনে আসতেই দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু যোগী আদিত্যনাথ এই দাবি উড়িয়ে বলেন, “সঙ্গমের জল পান করার উপযোগী।”
এ নিয়ে আরও কটাক্ষ করে বিশাল দাদলানি লেখেন, “যদি আপনি লক্ষ লক্ষ আমাশয়, কলেরা, আমিবিয়াসিস রোগী দেখতে না পান, তাহলে নিশ্চয়ই আপনি বিশেষ ক্ষমতাসম্পন্ন! অনুগ্রহ করে নিজে ও নিজের পরিবারকে এই নর্দমায় ডুবিয়ে দিন। শুভেচ্ছা রইল।”
এটি প্রথমবার নয়, এর আগেও মহাকুম্ভ নিয়ে কটাক্ষ করেছেন বিশাল। বুধবার তিনি ইনস্টাগ্রামে ভারতের জনপ্রিয় স্ট্যান্ড-আপ শো India’s Got Latent নিয়ে ক্ষোভ উগরে দেন। সময় রায়নার বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, “সরকার বহুদিন ধরে অনলাইন কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে চাইছিল। টিভি-উদ্ভূত উত্তেজনার কারণে এবার মানুষ নিজেরাই তাদের স্বাধীনতা হস্তান্তর করছে। আর মহাকুম্ভের পদপিষ্ট মৃত্যুর কী হল? বুঝলেন?”
যোগী সরকারের মহাকুম্ভ পরিচালনার উপর একাধিক প্রশ্ন উঠলেও মুখ্যমন্ত্রী এই নিয়ে বিতর্ক উড়িয়ে দিয়েছেন। তবে বিশাল দাদলানির চ্যালেঞ্জের জবাবে তিনি কী বলেন, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।