Home খবর দেশ রাঁচিতে আয়োজিত ‘দ্য হিমালয়ান কনক্লেভ ২০২৫’-এ বিভিন্ন বিষয়ে আলোচনা, ‘অপারেশন সিন্দুর’ নিয়ে...

রাঁচিতে আয়োজিত ‘দ্য হিমালয়ান কনক্লেভ ২০২৫’-এ বিভিন্ন বিষয়ে আলোচনা, ‘অপারেশন সিন্দুর’ নিয়ে নাটক

সঞ্জয় হাজরা

রাঁচিতে সম্প্রতি অনুষ্ঠিত হল ‘দ্য হিমালয়ান কনক্লেভ ২০২৫’। ঝাড়খণ্ডের রাজধানী শহরের শৌর্য সভাগারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৫ জন পর্বতারোহী। তাঁদের উপস্থিতিতে রাঁচির আইথ্রি ফাউন্ডেশন এবং একাধিক সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভা সফল হয়ে ওঠে। প্রসঙ্গত উল্লেখ্য, ‘দ্য হিমালয়ান কনক্লেভ ২০২৫’ ‘এভারেস্ট সামিট ৩.০’ নামেও পরিচিত। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের পূর্বাঞ্চল শাখা (আইএমএফ, ইস্ট জোন) এবং ঝাড়খণ্ড বন দফতর-সহ একাধিক সংস্থা এই অনুষ্ঠানে সহায়তার হাত বাড়িয়ে দেন।

অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে, যার মধ্যে ছিল দীপ প্রজ্বলন এবং স্বাগত ভাষণ। অনুষ্ঠানের সূচনায় বক্তৃতা করেন আইথ্রি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর রাজীব কুমার গুপ্ত এবং বিশিষ্ট পর্বতারোহী তথা তেনজিং নোরগের সুপুত্র জামলিং তেনজিং।

himalayan conclave tenzing award 08.08

অনুষ্ঠানে অনুপ্রেরণাদায়ক বক্তৃতার মাধ্যমে ছোঞ্জিন আংমো, পি বিষ্ণু কার্তিকেয় ও দাওয়া তাশি শেরপা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন। এই অনুষ্ঠানে ১১ জন কৃতী ব্যক্তিকে তেনজিং নোরগে এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। জামলিং তেনজিং এই পুরস্কার প্রদান করেন।

এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা বিষয়ক আলোচনায় যোগ দেন অনুরাগ মালু, অনিন্দ্য মুখার্জি, জামলিং তেনজিং, কর্নেল পি এস চৌহান এবং হেমন্ত গুপ্ত।

আলোচনা হয় সাইবার সুরক্ষা বিষযেও। তাতে যোগ দেন লেফটেন্যান্ট কর্নেল পূজা নৌটিয়াল, সত্যরূপ সিদ্ধান্ত, শারেদ কুলকর্ণী, সত্যদীপ গুপ্ত, কাম্যা কার্তিকেয়ন ও কেভাল কাক্কার।

বিভিন্ন ভারতীয় হিমালয় পর্বতারোহী এক আলোচনায় তাঁদের হিমালয় অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করেন। সেই মনোজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করেন কর্নেল পি এস চৌহান, দেবরাজ দত্ত, ভূষণ হর্ষে, রুদ্রপ্রসাদ হালদার, অনিন্দ্য মুখার্জি এবং মলয় মুখার্জি। অভিযাত্রীদের ফিটনেস, নিরাপত্তা ও সহনশীলতা সংক্রান্ত বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন হেমন্ত গুপ্ত, কেভাল কাক্কার, সত্যদীপ গুপ্ত, আনমিশ বর্মা, ভূষণ হর্ষে ও অনুরাগ মালু।

এই কনক্লেভে আলোচনা হয় নারী ক্রীড়া ও অ্যাডভেঞ্চার বিষয়েও। তাতে যোগ দেন অদিতি বৈদ্য, অনুজা বৈদ্য, রীনা ভাট্টি, জ্যোতি রাতরে, প্রিমিয়তা আগরওয়াল, লেফটেন্যান্ট কর্নেল পূজা নৌটিয়াল ও কাম্যা কার্তিকেয়ন।

অনুষ্ঠানে ‘অপারেশন সিন্দুর’-এ ভারতীয় সৈনিকদের বীরত্বপূর্ণ কাহিনি অবলম্বনে একটি নাটকও প্রদর্শিত হয়।

আইএমএফ পূর্বাঞ্চল শাখার চেয়ারম্যান দেবরাজ দত্ত বলেন, “হিমালয়ান কনক্লেভ ২০২৫-এর সাফল্যে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা ভবিষ্যতেও এমন আরও অনেক অনুপ্রেরণাদায়ক অনুষ্ঠানের অপেক্ষায় রইলাম।” অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে কর্নেল পি এস চৌহান (এসএম সেনা পদকপ্রাপ্ত, বীরত্বে সম্মানিত) অনুষ্ঠানের সঙ্গে জড়িত সকলকে  ধন্যবাদ জানান।

ছবি: আইএমএফ পূর্বাঞ্চল শাখার সৌজন্যে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version