Homeখবরদেশমঙ্গলবার তৃতীয় দফার ভোটে কাদের ভাগ্য নির্ধারিত হবে, দেখে নিন   

মঙ্গলবার তৃতীয় দফার ভোটে কাদের ভাগ্য নির্ধারিত হবে, দেখে নিন   

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটে যে সব কেন্দ্রের দিকে নজর থাকবে তার মধ্যে রয়েছে গুজরাতের গান্ধীনগর, মধ্যপ্রদেশের গুনা ও বিদিশা, কর্নাটকের ধারওয়াড়, হাবেরি ও শিমোগা, উত্তরপ্রদেশের মৈনপুরী, মহারাষ্ট্রের বরামতী এবং অসমের ধুবড়ি।

গান্ধীনগরে অমিত শাহ                   

প্রথমেই নাম করতে হয় গান্ধীনগরের। এই কেন্দ্র থেকে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডানহাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ ২০১৯-এর ভোটে এই কেন্দ্র থেকে ৫০ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন। অমিত শাহের আগে ওই কেন্দ্র থেকে লালকৃষ্ণ আডবাণী ছ’ বার জিতেছিলেন।

গুনাতে জ্যোতিরাদিত্য, বিদিশায় শিবরাজ সিং চৌহান 

অসামরিক পরিবহণ এবং ইস্পাতমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়ার মৃত্যুর পর তাঁর পুত্র জ্যোতিরাদিত্য এই গুনা থেকে কংগ্রেসের টিকিটে জেতেন ২০০২-এর উপনির্বাচনে। তার পর ২০১৪ পর্যন্ত আরও তিনবার তিনি এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। ২০১৯-এর ভোটে মোদী ঢেউয়ে পড়ে হেরে যান জ্যোতিরাদিত্য। পরে তিনি দল বদল করে বিজেপিতে চলে যান। 

মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে লড়ছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এর আগে চারবার তিনি বিদিশা থেকে জিতেছেন। ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৪-এর নির্বাচনে। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। তার পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন।

কর্নাটকের ধারওয়াড়, হাবেরি ও শিমোগা

কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি কর্নাটকের ধারওয়াড় কেন্দ্র থেকে লড়ছেন। ২০০৪-এর নির্বাচন থেকে শুরু করে তিনি এই কেন্দ্রে তিনি টানা জিতে এসেছেন। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বিজেপি প্রার্থী হিসাবে হাবেরি কেন্দ্র থেকে লড়ছেন।

ভোটের খেলা জমে উঠেছে কর্নাটকের আর-এক কেন্দ্রে। সেটি হল শিমোগা। এখানে বিজেপি প্রার্থী করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদিয়ুরাপ্পার ছেলে বি ইয়েদিয়ুরাপ্পা রাঘবেন্দ্রকে। এতে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কে এস এশ্বরাপ্পা। বিজেপি অবশ্য এশ্বরাপ্পাকে দল থেকে বহিষ্কৃত করেছে। এই শিমোগা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীও খুব নামকরা। তিনি হলেন কন্নড় সুপারস্টার শিব রাজকুমারের পত্নী গীতা শিবরাজকুমার।

মৈনপুরীতে ডিম্পল যাদব

উত্তরপ্রদেশের মৈনপুরী কেন্দ্র থেকে লড়ছেন সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর তাঁর পুত্রবধূ ও অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল ২০২২-এর উপনির্বাচনে মৈনপুরী থেকে লড়ে সাংসদ হন। এর আগে রাজ্যের কনৌজ কেন্দ্র থেকে দু’বার সাংসদ হয়েছিলেন সমাজবাদী পার্টির সর্বভারতীয় সভাপতি ডিম্পল যাদব।

বরামতীতে লড়াই পওয়ার পরিবারে

মহারাষ্ট্রের বরামতী কেন্দ্র নজরকাড়া কেন্দ্র হয়ে উঠেছে পওয়ার পরিবারের দুই সদস্যের লড়াইকে কেন্দ্র করে। একদিকে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনসিপি নেতা শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে, অন্যদিকে রয়েছেন শরদের ভাইপো অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ার। তিনি বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধুবড়িতে আজমল   

অসম ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এইউডিএফ) প্রতিষ্ঠাতা বদরুদ্দীন আজমল অসমের ধুবড়ি কেন্দ্র থেকে লড়ছেন। ২০০৯ থেকে টানা তিন বার এই কেন্দ্র থেকে জিতে এসেছেন আজমল। এবার তিনি চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

মঙ্গলবার তৃতীয় দফায় ৯৪ আসনে ভোট, রাজ্যের মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গীপুর ও মুর্শিদাবাদে   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।