Homeখবরদেশদিল্লির কোচিং সেন্টারে দুর্ঘটনা, বেসমেন্টে জলে ডুবে মৃত তিন আইএএস পরীক্ষার্থী, গ্রেফতার...

দিল্লির কোচিং সেন্টারে দুর্ঘটনা, বেসমেন্টে জলে ডুবে মৃত তিন আইএএস পরীক্ষার্থী, গ্রেফতার মালিক

প্রকাশিত

নয়াদিল্লি: দিল্লির পশ্চিম অঞ্চলের রাজেন্দ্র নগরে অবস্থিত রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিনজন আইএএস পরীক্ষার্থী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভারি বৃষ্টির ফলে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকতে শুরু করে। এই দুর্ঘটনার ফলে তিনজন পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন, যারা সেখানে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

কোচিং সেন্টারের বেসমেন্টে দুর্ঘটনায় ওই সেন্টারের মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন, ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন। রাজেন্দ্র নগর থানায়কোচিং সেন্টারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজধানীর যে সব কোচিং সেন্টারে বেসমেন্টে পড়ানো হয়, সেই সব সেন্টারের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মেয়র শেলি ওবেরয়।

জানা গিয়েছে, কোচিং সেন্টারের বেসমেন্টে একটি লাইব্রেরি রয়েছে, যেখানে ৩০-৩৫ জন পড়ুয়া পড়াশোনা করছিলেন। দমকল বিভাগের সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার সময় তারা খবর পান যে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকতে শুরু করেছে এবং কিছু পড়ুয়া সেখানে আটকে পড়েছেন। দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও তাতে অংশ নেয়। তবে জলে আসবাবপত্র ভাসতে থাকায় উদ্ধারকাজে সমস্যা আরও বাড়ে। দড়ি দিয়ে টেনে কিছু পড়ুয়াকে উদ্ধার করা হলেও এই তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। প্রায় চার ঘণ্টা পর তাদের দেহ উদ্ধার হয়।

এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। দিল্লি সরকারের বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব দোষারোপ করেছে। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব ও নয়াদিল্লির সাংসদ বাঁশুরি স্বরাজের দাবি, দিল্লির আপ সরকারের চরম অবহেলার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রী অতীশী ও স্থানীয় বিধায়ককে এর দায় নিতে হবে বলেও তারা দাবি করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় আপ বিধায়ক। এ প্রসঙ্গে দিল্লির রাজস্ব ও জল বোর্ড মন্ত্রী অতীশী জানান, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোচিং সেন্টারের বেসমেন্টে কেন লাইব্রেরি তৈরি করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ইতিমধ্যে মামলা দায়ের করেছে এবং কোচিং সেন্টারের বাইরে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।