Home খবর দেশ সোনভদ্রের পাথরখাদানে ধস: তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার, বেশ কয়েকজন এখনও আটকে রয়েছেন

সোনভদ্রের পাথরখাদানে ধস: তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার, বেশ কয়েকজন এখনও আটকে রয়েছেন

ধ্বংসস্তূপের নীচে আরও অন্তত নয়জন শ্রমিক আটক থাকতে পারেন বলে ধারণা করা হলেও এখন পর্যন্ত সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

খবর অনলআইন ডেস্ক: উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিল্লী মারকুন্ডি এলাকায় একটি পাথরখাদানে ধসে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ঘটনার পরদিন রবিবার পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়, আরেকজনের মৃত্যু শনিবারই নিশ্চিত হয়। ধ্বংসস্তূপের নীচে আরও অন্তত নয়জন শ্রমিক আটক থাকতে পারেন বলে ধারণা করা হলেও এখন পর্যন্ত সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

মৃত শ্রমিকদের একজনের পরিচয় পাওয়া গেছে—তিনি হলেন রাজু সিংহ (৩০), সোনভদ্রের পনারি গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থল পরিদর্শনে যান উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জীব গোন্ড। তিনি জানান, দুর্ঘটনার সময় প্রায় বারো জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনার কারণ জানতে একটি ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাগীশ সিংহকে।

উদ্ধারকাজে এনডিআরএফ এবং এসডিআরএফ-এর দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিভিশনাল কমিশনার রাজেশ প্রকাশ। তিনি বলেন, বর্তমানে কতজন শ্রমিক আটক রয়েছেন তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এনডিআরএফ-এর ডিআইজি ও কমান্ড্যান্টও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

অতিরিক্ত মহাপরিদর্শক (এডিজিপি) পীযূষ মরদিয়া জানান, রাত থেকেই উদ্ধারকাজ চলছে। তবে পাহাড় থেকে নেমে আসা বিশাল আকারের পাথরের কারণে কাজ করতে সময় লাগছে। ভারী যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং পর্যাপ্ত সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের রিপোর্টের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকারী দল আটকে পড়া শ্রমিকদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version