পশ্চিমবঙ্গে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ভোটার যাচাই করতে নির্বাচন কমিশনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) অ্যাপ ব্যবহারের সিদ্ধান্তে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে অভিযোগ করেন, নির্বাচন কমিশন যে ‘AI অ্যাপ’ ব্যবহার করছে, তার উৎস, নির্মাতা ও কর্মপদ্ধতি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।
গোখলের বক্তব্য, “SIR প্রক্রিয়ায় ব্যবহারের জন্য এখন EC বলছে তারা একটি AI অ্যাপ ব্যবহার করবে। কিন্তু এই অ্যাপ কে বানাল? এর কাজ কী? কোনও তথ্য নেই।” তিনি আরও প্রশ্ন তোলেন—
“ভেন্ডর বা ডেভেলপার কারা? অ্যাপটি কি AI bias-এর জন্য অডিট করা হয়েছে? ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করতে AI কেন প্রয়োজন, যখন সাধারণ PDF সফটওয়্যার দিয়েই তা করা সম্ভব?”
নির্বাচন কমিশন দাবি করেছে, AI-ভিত্তিক অ্যাপটি বহু স্থানে নিবন্ধিত ভোটার চিহ্নিত করতে সাহায্য করবে। ভোটার ডেটাবেসের বিভিন্ন ছবি স্ক্যান করে মুখের মিল খুঁজে বের করাই এর উদ্দেশ্য। বিভিন্ন রাজ্যজুড়ে একাধিক কেন্দ্রে নাম থাকা ভোটার, মৃত ভোটার, এবং একই আসনে একাধিক বুথে নিবন্ধিতদের বিষয়ে রাজনৈতিক দলগুলি অভিযোগ করায় কমিশন এই উদ্যোগ নেয়।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও “vote theft” অভিযোগে একাধিকবার তুলে ধরেছিলেন—একই ব্যক্তির নাম বিভিন্ন আসনে ভোটার হিসেবে নিবন্ধিত থাকার উদাহরণ। তবে নির্বাচন কমিশন রাহুলের সব দাবি অস্বীকার করেছে।
এরই মধ্যে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে বিতর্ক বাড়ছে। ভোটার ও BLO-দের মৃত্যু, প্রযুক্তিগত সমস্যা, চাপিয়ে দেওয়া সময়সীমা এবং BLO–দের বিক্ষোভ—সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়া স্থগিত করার দাবি তুলেছেন।
এই পরিস্থিতিতে আরও একবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুললেন সাকেত গোখলে। তাঁর কথায়, “এই AI অ্যাপ নিয়ে EC কেন তথ্য লুকোচ্ছে? কী নিশ্চয়তা আছে যে এই রহস্যময় অ্যাপ কোনও BJP–ঘনিষ্ঠ সংস্থা তৈরি করেনি? পুরো SIR প্রক্রিয়াটা সন্দেহজনকভাবে তাড়াহুড়ো করে চালানো হচ্ছে।” তিনি প্রশ্ন তোলেন—“EC কেন স্বচ্ছতা বজায় রাখছে না?”


